আক্ষেপের দিন শেষ হতে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। মেয়েদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ১০টি দলকে নিয়ে এই সূচি ঘোষণা করেছে তাবিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে প্রতি দলের জন্য রয়েছে চারটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ।
এফটিপিতে দেখা যাচ্ছে- বাংলাদেশ নারী দল ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে খেলবে ৫০টি ম্যাচ। ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাঠে টাইগ্রেসরা খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ।
২০২৩ সালের জানুয়ারিতেও দেশের বাইরে খেলা বাংলাদেশের। শ্রীলঙ্কায় তাদের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ, যেখানে রয়েছে তিনটি করে ম্যাচ। ২০২৩ সালের জুন-জুলাইয়ে বাংলাদেশ দেশের মাঠে খেলবে। ভারতীয় দল আসবে বাংলাদেশে। তারা টাইগ্রেসদের সঙ্গে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি।
এরপরই পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি আগামী বছরের অক্টোবর-নভেম্বরে। তারপর দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশের মেয়েরা। ২০২৪ সালের মার্চে দেশে অস্ট্রেলিয়াতে যাবে বাংলাদেশ দল। সফরে তারা খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ। সেই বছরই ডিসেম্বরে আয়ারল্যান্ডের সঙ্গে লড়াই।
ওয়েস্ট ইন্ডিজ সফরেও যাবে বাংলাদেশ দল। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে নারীরা। প্রথম এই আন্তর্জাতিক এফটিপিতে ৩০১টি ম্যাচ খেলবে ১০ দেশ। সাতটি টেস্ট ম্যাচ, ১৩৫ ওয়ানডে ও ১৫৯টি টি-টুয়েন্টি!
Discussion about this post