ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। করোনা পরবর্তী সময়ে এই সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ। তাইতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ নিয়ে আগ্রহের কমতি নেই। যদিও মাঠে বসে এই সিরিজ দেখার সুযোগ নেই। করোনা সংক্রমণ নিয়ে শঙ্কা থাকায় মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে টেলিভিশন সেটের সামনে বসে ঠিকই সিরিজের সবগুলো ম্যাচ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ‘বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ-২০২১’। বুধবার আনুষ্ঠানিক ঘোষণায় তেমনটাই জানালো বিসিবি ।
রাষ্ট্রায়ত্ত্ব টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও খেলা দেখাবে প্রথম খেলাধুলার চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি।
সোমবার রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়াও উপস্থিত ছিলেন বেনটেক লিমিটেডের পরিচালক আমজাদ হোসেন আরজু, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান, নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক ও বেনটেকের পরিচালক আমজাদ হোসেন আরজু।
এর আগে স্বতন্ত্র এক নিলাম থেকে প্রায় ১৮ কোটি টাকায় (১৭ কোটি ৯০ লাখ) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের টিভি রাইটস পেয়েছে স্পোর্টস ম্যানেজম্যান্ট কোম্পানি বেনটেক। তারাই টি স্পোর্টস ও নাগরিক টিভির সঙ্গে চুক্তি করেছে।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সফর সূচি-
১৮ জানুয়ারি : ওয়ানডে প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: বিকেএসপি, সাভার
২০ জানুয়ারি : প্রথম ওয়ানডে, ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২২ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৫ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৮-৩১ জানুয়ারি, ২০২১: চারদিনের ম্যাচ, ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
Discussion about this post