ফের বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে জড়ালেন স্টুয়ার্ট ল। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।
সোমবার বিসিবি জানায়-১৬ সপ্তাহের জন্য দায়িত্ব পেলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ কোচ। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ দিকে ঢাকা অাসবেন তিনি। ২০১৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন দলের সঙ্গে। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ প্রস্তুতিতে সাহায্য করবেন ল।
এর আগে জাতীয় দলের কোচ ছিলেন তিনি।
Discussion about this post