ইনজুরিতে বাংলাদেশ সফরে অনিশ্চিত হয়ে গেলেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠানরত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছিলেন এ ওপেনার। গায়ানার গ্রুপ লিগের শেষ ম্যাচে গাপটিল বাম হাতের কনিষ্ঠায় ব্যথা পেয়েছিলেন। আঙুল ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে অকল্যান্ডে ফিরে গেছেন গাপটিল। দেশে নিউজিল্যান্ড ক্রিকেটের মেডিক্যাল স্টাফ তার ইনজুরি পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবে। তবে প্রাথমিক পরীক্ষায় যা ধরা পড়েছে তাতে মনে হচ্ছে, অন্তত আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে কিউই এ ব্যাটসম্যানকে। আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার শিডিউল রয়েছে নিউজিল্যান্ডের।
বাংলাদেশ সফরে কিউইরা দুটি টেস্ট খেলবে। তারপর রয়েছে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ। ইনজুরির কারণে টেস্ট সিরিজ মিস করতে পারেন গাপটিল। তবে পরে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারেন। গায়ানার হয়ে সিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন গাপটিল। সাত ম্যাচে করেছেন ১৯৮ রান। গড় ৩৩। স্ট্রাইকরেট ১১৯।
Discussion about this post