দ্বিতীয় ওয়ানডের স্পিন-বিষে ছিন্নভিন্ন শ্রীলঙ্কা এখন সতর্ক। তানভীর ইসলামের ৫ উইকেট ও শামীম হোসেনের আঁটসাঁট বোলিং নতুন ভাবনায় ফেলেছে লঙ্কান শিবিরকে। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের আগে তাই স্পিন মোকাবেলায় বিশেষ পরিকল্পনা নিয়েই মাঠে নামছে তারা। আগামীকাল ৮ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
প্রথম ওয়ানডেতে জিতলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের স্পিন আক্রমণে মাত্র ১৬ রানে হেরে বসে তারা। তানভীর ইসলাম ছিলেন ম্যাচের নায়ক-৫ উইকেট নিয়ে লঙ্কানদের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন। সঙ্গে শামীম ২২ রানে ১ উইকেট ও মেহেদী মিরাজও রেখেছেন দারুণ ভূমিকা।
সোমবার সিরিজের তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার সহকারী কোচ থিলিনা কান্দাম্বে বলেন, ‘তাদের (বাংলাদেশ) স্পিনাররা মাঝের ওভারে ভালো বল করেছে। আমরা কীভাবে এই সময়টা সামাল দিতে পারি, তা নিয়ে আলোচনা করেছি। আজকের অনুশীলনে সেই পরিকল্পনার প্রয়োগের চেষ্টা থাকবে।’
পাল্লেকেলের উইকেট সম্পর্কে আশাবাদী থিলিনা। তিনি মনে করেন, এখানে ব্যাটিংয়ের জন্য কিছুটা বাড়তি সুবিধা মিলতে পারে, ‘সাধারণত পাল্লেকেলের উইকেট কলম্বোর চেয়ে ভালো থাকে ব্যাটিংয়ের জন্য। পেস ও বাউন্স সমান থাকে। গত এক বছরে ক্যান্ডিতে ভালো উইকেট দেখেছি। এবারও সেই রকম কিছু আশা করছি।’
Discussion about this post