তার পরিচয়-পেস বোলার। কিন্তু বাংলাদেশ সফরে টেস্ট খেলতে নেমে জেসন গিলেস্পি খেলেন ২০১ রানের অসাধারন এক ইনিংস। চট্টগ্রামের সেই ইনিংসটি নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন না তিনি। ক্যারিয়ারের শেষ টেস্টে ২০০৬ সালে এমন অর্জন! তিনি তো এই দেশের প্রশংসায় মাতবেনই।
যথন নিরাপত্তার কারণ দেখিয়ে অজি ক্রিকেটাররা ঢাকায় আসতে দ্বিধায় ছিলেন তখন সরব ছিলেন তিনি। আবারো গিলেস্পি বললেন, ‘ক্রিকেট খেলার জন্য চমৎকার জায়গা বাংলাদেশ। তারা খেলাটির অন্ধ ভক্ত। অন্য দলের প্রতি ওদের বেশ শ্রদ্ধা দেখা যায়। এমনকি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও ভালোবাসে দেশটির ক্রিকেট ভক্তরা।’
ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথদের উদ্দেশ্য করে বলেন, ‘তারা সেখানে গেলে দুর্দান্ত সময় উপভোগ করবে। আমি মনে করি খেলাটাও উপভোগ করবে সবাই।’
সেই ২০০৬ সালে বাংলাদেশের সঙ্গে সর্বশেষ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। তারপর নানা কারণ দেখিয়ে তারা সফরে আসেনি। এবার যখন সব অনিশ্চয়তা কেটেছে তখন নতুন শঙ্কা হয়ে এসেছে-বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তি। এনিয়ে এখনো ঝামেলা চলছে। সফর নিয়েও তাই আছে শঙ্কা!
সবকিছু ঠিক থাকলে অবশ্য আগামী ১৮ আগস্টেই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তারপর ২৭ আগস্ট ঢাকায় প্রথম টেস্ট ও ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে অজি ক্রিকেট দল। সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছেন টাইগাররা।
Discussion about this post