এশিয়া কাপের মূল আসর শুরু হচ্ছে আজ। তবে বাংলাদেশের জন্য মাঠে নামার পালা ১১ সেপ্টেম্বর। প্রতিপক্ষ হংকং-যাদের ক্রিকেট শক্তি তুলনামূলক কম হলেও আত্মবিশ্বাস কিন্তু আকাশছোঁয়া। ম্যাচের আগে অলরাউন্ডার নিজাকাত খান সরাসরি বলে দিয়েছেন, কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্সেই বাংলাদেশকে হারানো সম্ভব।
নিজাকাত বলছিলেন, ‘আমাদের সেই বিশ্বাস আছে। আমাদের দলে এমন প্লেয়ার আছে যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে, সে-ই জিতবে। কয়েক ওভারেই খেলার মোড় ঘুরে যেতে পারে।’
অভিজ্ঞ বাংলাদেশি দলকে সমীহ করলেও হংকং দমে নেই, ‘বাংলাদেশের দলে খুব ভালো ও অভিজ্ঞ ক্রিকেটার আছে। তারা অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছে। তবে আমরা ভয় পাচ্ছি না, প্রথম বল থেকেই আমরা লড়াই শুরু করব।’
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর স্মৃতি আজও তাজা হংকং শিবিরে। ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে দুই উইকেটে টাইগারদের হারিয়েছিল তারা। তিন উইকেট নিয়েছিলেন নিজাকাত খান। তিনি বলেন, ‘বাংলাদেশকে বাংলাদেশে হারানো খুবই বিশেষ কিছু ছিল। আমরা স্পিন দিয়ে ম্যাচে ফিরেছিলাম, পরে ব্যাটিং দিয়ে জয় নিশ্চিত করি। সেটি আমাদের জন্য স্মরণীয় এক দিন।’
বাংলাদেশ এশিয়া কাপ শুরু করবে স্পষ্ট ফেভারিট হিসেবেই। কিন্তু প্রতিপক্ষের মুখে শোনা সেই পুরোনো জয়ের গল্প, সঙ্গে টি-টোয়েন্টির অনিশ্চয়তা-টাইগারদের জন্য এ এক বাড়তি সতর্কবার্তা!
Discussion about this post