দুঃস্বপ্নের মতো এক ম্যাচ। যেখানে কিছুই যেন করার ছিল না বাংলাদেশের বোলারদের। শুধু বল করে গেলেন অন্যপ্রান্তে ভারতের ব্যাটাররা করলেন রান উৎসব। তাতেই তারা পাহাড় চূড়ায় উঠল। সিরিজের শেষ ম্যাচেও পথ হারাল নাজমুল হোসেন শান্তর দল। ১৩৩ রানের বড় জয় তুলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল তারা। টি-টোয়েন্টিতে রানের হিসেবে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। সফরে টেস্টেও একইভাবে ধবল ধোলাই হয়েছিল সফরকারীরা!
শনিবার হায়দারাবাদের সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অল্পের জন্য তিনশ রান করতে পারেনি ভারত। যদিও আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড ঠিকই গড়ল দলটি। এতদিন রেকর্ডটি ছিল আফগানিস্তানের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তারা তুলে ৩ উইকেটে ২৭৮ রান।
সব মিলিয়ে ভারতের চেয়ে বেশি রান রয়েছে নেপালের। গত বছর এশিয়ান গেমসে আন্তর্জাতিক ক্রিকেটে মঙ্গোলিয়ার অভিষেক ম্যাচে ৩ উইকেটে ৩১৪ রান করে নেপাল।
এদিন টস হেরে ফিল্ডিং নেমে ভারতীয় ব্যাটসম্যানদের সামনে অসহায় বনে গেলেন বাংলাদেশের বোলাররা। ৬ উইকেটে ২৯৭ রান করে তারা। জবাবে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান করে বাংলাদেশ।
২০ ওভারের ম্যাচে ২৫টি চারের সঙ্গে ২২টি ছক্কা হাঁকাল ভারত। সব মিলিয়ে শুধু বাউন্ডারি থেকেই ২৩২ রান। ভারতের পক্ষে ৪৭ বলে সর্বোচ্চ ১১১ রান তুলেন সাঞ্জু স্যামসন। অধিনায়ক সুর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫ রান। দুজন মিলে দ্বিতীয় ইনিংসে গড়েন ১৭৩ রানের জুটি।
শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ ও রিয়ান পরাগ ১৩ বলে ৩৪ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম হাসান। ৪ ওভারে ৬৬ রান খরচ করেন তিনি। এটি বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
সাঞ্জু স্যামসন ৮, সুর্যকুমার ৫, রিয়ান পারাগ ৪, হার্দিক পান্ডিয়া ৪ ও রিঙ্কু সিং ১- মিলিয়ে ২২টি ছক্কা মেরেছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এটিই এক ম্যাচে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। বাংলাদেশের বোলারদের বলে ২৫টি চারের সঙ্গে ২২টি ছক্কা হাঁকান ভারতের ব্যাটসম্যান। বাউন্ডারি থেকেই এসেছে ২৩২ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ রানের রেকর্ড এটিই।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৯৭/৬ (স্যামসন ১১১,অভিষেক ৪, সুর্যকুমার ৭৫, পরাগ ৩৪, পান্ডিয়া ৪৭, রিঙ্কু ৮*, নিতিশ ০, সুন্দার ১*; মেহেদি ৪-০-৪৫-০, তাসকিন ৪-০-৫১-১, তানজিম ৪-০-৬৬-৩, মুস্তাফিজ ৪-০-৫২-১, রিশাদ ২-০-৪৬-০, মাহমুদউল্লাহ ২-০-২৬-১)
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৪/৭ (পারভেজ ০, তানজিদ ১৫, শান্ত ১৪, লিটন ৪২, হৃদয় ৪৩*, মাহমুদউল্লাহ ৮, মেহেদি ৩, রিশাদ ০, তানজিম ৮*; মায়াঙ্ক ৪-০-৩২-২, পান্ডিয়া ৩-০-৩২-০, সুন্দার ১-০-৪-১, নিতিশ ৩-০-৩১-১, বিষ্ণই ৪-১-৩০-৩, ভারুন ৪-০-২৩-০, আভিশেক ১-০-৮-০)।
ফল: ভারত ১৩৩ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ভারত ৩-০ তে জয়ী
Discussion about this post