ডাম্বুলায় আজ কঠিন পরীক্ষা! বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াই। তিন ম্যাচ সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা লিটন দাসের দলকে বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। কিন্তু সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামার আগে আবারও টস ভাগ্য পাশে পেল না টাইগাররা।
ম্যাচ শুরুর আগেই একবার আরও হতাশা-টস হার। ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ প্রথম ম্যাচের মতো এবারও আগে ব্যাট করবে বাংলাদেশ।
এবারের ম্যাচে অবশ্য দল গঠনে এসেছে বেশ কিছু পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ নাঈম। ইনজুরি থেকে ফিরে দলে ফিরেছেন জাকের আলী, সঙ্গে আছেন শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং-দুই বিভাগেই মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ। শুধুমাত্র ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে পাওয়া কিছুটা ঝড়ো সূচনা। কিন্তু সেটাই যথেষ্ট ছিল না ব্যর্থ মিডল অর্ডার আর বোলারদের শূন্যতায় ডুবে যাওয়া দলের জন্য।
আজকের ম্যাচ তাই টাইগারদের জন্য ‘ডু অর ডাই’। হার মানে সিরিজ হাতছাড়া, আর জয় মানেই শেষ ম্যাচে টিকে থাকার সুযোগ। দলের দায়িত্বভার কাঁধে এখন সিনিয়রদের-বিশেষ করে অধিনায়ক লিটন দাস, অলরাউন্ডার মেহেদি মিরাজ, ও বোলার মুস্তাফিজদের পারফরম্যান্সেই নির্ভর করছে দলের ভাগ্য।
ডাম্বুলার গরম আবহাওয়ায় চাপ, প্রশ্নবিদ্ধ ফর্ম আর টস ভাগ্যের বিপরীতে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে? উত্তর মিলবে আজকের ম্যাচেই।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), জাকের আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, আবিষ্কা ফার্নান্দো, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভান্ডারসে, মহেশ থেকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা।
Discussion about this post