ঢাকা ক্লাব ক্রিকেটে অচলাবস্থা কাটাতে না পারলেও, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) প্রস্তুত ক্লাবগুলোর সঙ্গে প্রথম বিভাগ লিগ মাঠে নামানোর সিদ্ধান্ত দিয়েছে। লিগ বর্জনের ঘোষণা দেওয়া ৮ ক্লাবের অনাগ্রহের মধ্যে তারা নির্ধারিত সময়পূর্ত ১২ দলকে নিয়েই আগামী বৃহস্পতিবার থেকে লিগ শুরু করতে চলেছে।
গত অক্টোবর বিসিবি নির্বাচনের পর ৪৩টি ক্লাব বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ ঘোষণা করে সকল ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছিল। সেই সংখ্যা বর্তমানে ৪৫-এ উন্নীত হয়েছে। প্রথম বিভাগের ৮টি দলও দলবদলে অংশ না নিয়ে অবস্থান অটল রেখেছে। ৫ ও ৬ নভেম্বর দলবদলের নির্ধারিত সময়ের পাশাপাশি দ্বিতীয় দফার সুযোগও নিলেও সাড়া মেলেনি।
এই পরিস্থিতিতে দলবদলে অংশ নেওয়া ১২টি ক্লাবকে নিয়ে লিগের আয়োজন চূড়ান্ত হয়েছে। সিসিডিএম ইতিমধ্যে ট্রফি ক্রয়সহ অন্যান্য আয়োজন সম্পন্ন করেছে। বুধবার বিকেল ৩টায় অংশগ্রহণকারী ক্লাবগুলোর অধিনায়করা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হবেন। লিগের উদ্বোধন হতে পারে মোহাম্মদপুরের সিলিকন ভ্যালি মাঠে।
সিসিডিএমের সমন্বয়কারী জামাল ইউসুফ জানিয়েছেন, নতুন কোনো ক্লাব দলবদলে অংশ না নেওয়ায় সময় বাড়ানোই শেষ পথ ছিল। দলবদলের ৮৯ জন ক্রিকেটার টোকেন তুললেও জমা দেননি কেউ। ফলে প্রস্তুত ১২ দলের সঙ্গে লিগ শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই। তবে বুধবারের মধ্যে কোনো ক্রিকেটার টোকেন জমা দিলে তার নাম তালিকায় যুক্ত করা হবে। এই কারণে এখনই লিগের সম্পূর্ণ সূচি প্রকাশ করা হচ্ছে না।
এই লিগে অংশ নিচ্ছে-শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর, স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
২৯ নভেম্বর বিসিবি ঢাকার ৭৬টি ক্লাবকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিল। কোয়াবও যৌথভাবে লিগ শুরু করার চেষ্টা চালায়। জাতীয় দলের ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। তবে বয়কটকারী বড় অংশের ক্লাব উপস্থিত না হওয়ায় কার্যক্রমে অগ্রগতি হয়নি।










Discussion about this post