ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বয়স ৩৬ ছাড়িয়ে গেলেও বল হাতে আগের মতোই উজ্জ্বল আব্দুর রাজ্জাক। তারই ধারাবাহিকতা ধরে রেখে বৃহস্পতিবার শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেরা বোলার তিনিই। দক্ষিণাঞ্চল তার হাত ধরেই জিতেছে প্রথম শ্রেণির এই টুর্নামেন্টের শিরোপা। আর নিজে হয়েছেন বিসিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
বৃহস্পতিবার শেষ ষষ্ঠ ও শেষ রাউন্ডে নেন ১২ উইকেট। এই সাফল্যে পাঁচ আসরে চতুর্থবারের মতো পেলেন সর্বোচ্চ উইকেট। গতবার ৪৩ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন রাজ্জাক। এবার ২৪.৮৮ গড়ে শিকার করেছেন ৩৪ উইকেট। এবারের বিসিএলে চারবার তুলেছেন পাঁচ উইকেট, একবার ১০ উইকেট। ১৪৪ রানে ১২ উইকেট নিয়ে এ মৌসুমের বিসিএলের সেরা বোলিং ফিগার তারই।
আরেক সানজামুল ইসলাম নিয়েছেন ২৯ উইকেট। মেহেদি হাসান ২৯.৩০ গড়ে শিকার করলেন ২৩ উইকেট। এবারই প্রথম কোনো টুর্নামেন্টে সেরা পাঁচে উঠে এসেছেন তিনি। বিস্ময়ের ব্যাপার হলো- বোলিংয়ে তিনে থাকা মেহেদি ৪৫৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন।
পেসার ইবাদত হোসেন চার নম্বরে। মোট ২১ উইকেট নিয়েছেন উত্তরাঞ্চলের এই বোলার। পাঁচ নম্বরে টুর্নামেন্টের পূর্বাঞ্চলের আবু জায়েদ চৌধুরী। এই পেস বোলার শিকার করেছেন ২০ উইকেট।
বিসিএলের সেরা পাঁচ উইকেট শিকারি
নাম/দল | ইনিংস | উইকেট | ইনিংস সেরা | ম্যাচ সেরা | গড় | ৫/১০ উইকেট |
আব্দুর রাজ্জাক/দক্ষিণাঞ্চল | ১০ | ৩৪ | ৭/৬৯ | ১২/১৪৪ | ২৪.৮৮ | ৪/১ |
সানজামুল ইসলাম/উত্তরাঞ্চল | ১০ | ২৯ | ৬/১০৩ | ৮/২৩৭ | ৩১.২০ | ৪/০ |
মেহেদি হাসান/দক্ষিণাঞ্চল | ১০ | ২৩ | ৫/৭২ | ৭/১১৩ | ২৯.৩০ | ১/০ |
ইবাদত হোসেন/উত্তরাঞ্চল | ৮ | ২১ | ৬/৫১ | ১০/১৩৯ | ২৫.৯৫ | ১/১ |
আবু জায়েদ/পূর্বাঞ্চল | ৯ | ২০ | ৬/৭৪ | ৬/৭৪ | ২৫.০৫ | ১/০ |
Discussion about this post