ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাঠে নামার আগে কাগজে-কলমে অনেকটাই এগিয়ে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু দুর্ভাগ্য জয়ের কাছে গিয়েও জয় অধরা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি মৌসুমে হার দিয়ে শুরু হলো বর্তমান রানার্স আপদের। সাবেক চ্যাম্পিয়নরা হতাশা নিয়ে মাঠ ছাড়ে। দলের টপ অর্ডার ব্যর্থ হওয়ায় এবারের টুর্নামেন্টের পথচলাটা ভালো হয়নি নাঈম ইসলামদের।
রোববার বিকেএসপির চার নম্বর মাঠে টস ভাগ্যটা ছিল রূপগঞ্জের। বল হাতে শুরুতে না পারলেও সময় গড়াতেই দাপট দেখায় তারা। বোলাররা প্রতিপক্ষকে আটকে রাখে ২৩০ রানে। এরপর জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২০৫ রানে অলআউট দল। আক্ষেপ তো থাকবেই কারণ সম্ভাবনা জাগিয়ে দল হারল ২৫ রানে।
ওল্ড ডিওএইচএসের দুই ওপেনার বেশ ভুগিয়েছেন রূপগঞ্জের বোলারদের। আনিসুল ইসলাম ইমন (৫৯) ও রাকিন আহমেদের (৪৮) দাপটে ২৩.১ ওভারে ১০৬ রান পায় পায় ডিওএইচএস। তারপর দলকে স্বস্তি এনে দেন দুই বোলার সোহাগ গাজী ও আল আমিন হোসেন। সানজামুল ইসলাম ও মোহাম্মদ শহীদরা দারুণ দাপট দেখালেন। লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন রূপগঞ্জের বোলাররা।
সোহাগ গাজী ১০ ওভারে ৫৪ রানে নেন ৩টি উইকেট। ৪১ রানে ২ উইকেট নেন মোহাম্মদ শহীদ। আল আমিন হোসেন ৫১ রানে ২টি ও সানজামুল ৪৭ রানে শিকার করেন ১টি উইকেট।
জবাবে নেমে শুরুতেই মেহেদি মারুফ (১০) ধরেন সাজঘরের পথ। এরপর সাব্বির রহমানও (১৮) হতাশ করেন। এরমধ্যে এক প্রান্ত আগলে রেখে রূপগঞ্জের স্বপ্ন বাঁচিয়ে রাখেন পিনাক ঘোষ। যদিও অধিনায়ক নাঈম ইসলাম ও আল আমিন জুনিয়রকে হারিয়ে চাপে পড়ে দল। তারপরও লড়ে যান পিনাক। ৯৩ বলে ৬ চারে ৫৩ রানের অতি ধর্য্যশীল ইনিংস খেলে বিদায় নেন তিনি।
ছয় ও সাতে নামা জাকির আলি-সানজামুল ইসলাম হাল ছাড়েন নি। জাকির করেন ২৮ রান। সানজামুল ৪৯ বলে তুলেন ৪০ রান। সোহাগ গাজীর ব্যাট থেকে এসেছে ২৯ বলে ১ চার ও ২ ছয়ে ৩২ রান। তারপরও শেষ রক্ষা হয়নি। ওল্ড ডিওএইসএচের হয়ে ৪৪ রানে ৩ উইকেট পেয়েছেন অভিষেক দাস। ম্যাচসেরা তিনিই।
ডিপিএলে ১৮ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে লড়বে রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব: ৪৯ ওভারে ২৩০ (আনিসুল ৫৯, রাকিন ৪৮, মাহমুদুল ৩৫, মোহাইমিনুল ১২, রাকিব ২, প্রিতম ৩৩, অভিষেক ১৪, রকিবুল ১, সোহেল ২, আব্দুর রশিদ ৭, আলিস ৩*; শফিউল ৯-১-২৯-০, শহিদ ১০-২-৪১-২, আল আমিন ১০-০-৫১-২, সানজামুল ১০-০-৪৭-১, সোহাগ গাজী ১০-০-৫৪-৩)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২০৫ (পিনাক ৫৩, মারুফ ১০, সাব্বির ১৮, নাঈম ০, আল আমিন ৭, জাকের ২৮, সানজামুল ৪০, শহিদ ৯, সোহাগ ৩২, শফিউল ০, আল আমিন ১*; রশিদ ৯-০-৩৫-৩, অভিষেক ৯-১-৪৪-৩, মোহাইমিনুল ৭-০-৩৬-০, আলিস ১০-২-৩৬-২, রকিবুল ১০-০-২৮-২, সোহেল ৫-০-২৩-০)
ফল: ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব ২৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: অভিষেক দাস।
Discussion about this post