বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। বারও জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার। এদের সঙ্গে ২৪ জনের তালিকায় রয়েছেন লুইস সুয়ারেজ, গ্রিজম্যান ও বুফনদের মতো তাররা ফুটবলাররা।
গত ৯ বছরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি ও রোনালদো ছাড়া জিততে পারেনি আর কেউ। বার্সেলোনা তারকা পাঁচবার ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড চারবার জিতেছেন। তবে এবার ‘বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতলে সবচেয়ে বেশিবার বর্ষসেরা হওয়া মেসির রেকর্ড স্পর্শ করবেন রোনালদো।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তালিকা তিন জনে নামিয়ে আনবে ফিফা। ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
সংক্ষিপ্ত তালিকায় যারা আছেন-
নাম | জাতীয়তা | ক্লাব |
পিয়েরে এমেরিক অবামায়েং | গ্যাবন | বরুশিয়া ডর্টমুন্ড |
লিওনার্দো বনুচ্চি | ইতালি | এসি মিলান, জুভেন্টাস |
জিয়ানলুইজি বুফন | ইতালি | জুভেন্টাস |
দানি কারভাহাল | স্পেন | রিয়াল মাদ্রিদ |
ক্রিস্টিয়ানো রোনালদো | পর্তুগাল | রিয়াল মাদ্রিদ |
পাওলো দিবালা | আর্জেন্টিনা | জুভেন্টাস |
আঁতোয়ান গ্রিজমান | ফ্রান্স | অ্যাটলেটিকো মাদ্রিদ |
এডেন হ্যাজার্ড | বেলজিয়াম | চেলসি |
ইব্রাহিমোভিচ | সুইডেন | ম্যানচেস্টার ইউনাইটেড (ফ্রি এজেন্ট) |
আন্দ্রেস ইনিয়েস্তা | স্পেন | বার্সেলোনা |
হ্যারি কেইন | ইংল্যান্ড | টটেনহাম |
এনগুলু কান্তে | ফ্রান্স | চেলসি |
টনি ক্রুস | জার্মানি | রিয়াল মাদ্রিদ |
রবার্ট লেভানডফস্কি | পোল্যান্ড | বায়ার্ন মিউনিখ |
মার্সেলো | ব্রাজিল | রিয়াল মাদ্রিদ |
লিওনেল মেসি | আর্জেন্টিনা | বার্সেলোনা |
লুকা মডরিচ | ক্রোয়েশিয়া | রিয়াল মাদ্রিদ |
কেইলর নাভাস | কোস্টারিকা | রিয়াল মাদ্রিদ |
ম্যানুয়েল নয়্যার | জার্মানি | বায়ার্ন মিউনিখ |
নেইমার ডা সিলভা | ব্রাজিল | পিএসজি, বার্সেলোনা |
সার্জিও রামোস | স্পেন | রিয়াল মাদ্রিদ |
অ্যালেক্সিস সানচেজ | চিলি | আর্সেনাল |
লুইস সুয়ারেজ | উরুগুয়ে | বার্সেলোনা |
আর্তুরো ভিদাল | চিলি | বায়ার্ন মিউনিখ |
Discussion about this post