ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দু’জনের ক্রিকেট ক্যারিয়ারটা প্রায় একই সময়ের। একসঙ্গে চুটিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন। সেরা সময়ে ছিলেন একসঙ্গে। মাঠের বাইরেও তাদেরে বন্ধুত্বটা দীর্ঘ। আবার বন্ধুত্বের জন্য পেশাদারিত্বর সাথে আপোষ না করার উদাহরণও আছে। সেই বন্ধু দু জন মাশরাফি বিন মুর্তজা ও আব্দুর রাজ্জাক। একদিন আগেই রাজ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক। বন্ধুর এমন বড় প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি।
মাশরাফি তার ভেরিভাইড ফেসবুক পেজের এক পোস্টে রাজ্জাককে শুভেচ্ছা জানিয়েছেন, ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস, তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ।’
রাজ্জাক দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে এবং সর্বশেষ ওয়ানডে খেলেছেন তারও চার বছর আগে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর গত কয়েক বছর ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেও জাতীয় দলে উপেক্ষিত থাকার পর এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি।
রাজ্জাক ১৩ টেস্টে মাত্র ২৮ উইকেট নিলেও প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ওয়ানডেতে ১৫৩ ম্যাচে শিকার করেছেন ২০৭ উইকেট আর ৩৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তার শিকার ৪৪ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটেও ৬৩৪ উইকেট রয়েছে রাজ্জাকের ঝুলিতে।
ক্রিকেটীয় সংকটে রাজ্জাকের কাছ থেকে অনেকবারেই পরামর্শ নিয়েছেন মাশরাফি। এবার তিনি আশা করেন নতুন দায়িত্বেও ভেলকি দেখাবেন রাজ, ‘এতদিন বাঁ হাতের ভেলকি দেখেছে সবাই; এবার দেখবে তোর মস্তিস্কর। যা নিয়ে কোনদিনও আমার সংশয় ছিলোনা। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু।’
Discussion about this post