ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ১৭ অগাস্ট সূচি ঘোষণা করে আইসিসি। জানায়, বাংলাদেশ প্রথম রাউন্ড উতরাতে পারলেই ‘বি-১’ হিসেবে বিবেচিত হবে, শ্রীলঙ্কা একইভাবে বিবেচিত হবে ‘এ-১’ হিসেবে। তাইতো টাইগার ভক্তরা ধরে নিয়েছিল বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ, সুপার টুয়েলভ-এ ‘বি’ গ্রুপে পড়বে, শ্রীলঙ্কা পড়বে ‘এ’ গ্রুপে। কিন্তু বুধবার আইসিসি জানাল, এটা ঠিক নয়। গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্স আপ দিয়েই গ্রুপের ‘১’ ও ‘২’ নম্বর দল নির্ধারিত হবে!
আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ রানার্স হলে বাংলাদেশ পড়বে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের গ্রুপে।
টুর্নামেন্ট শুরুর আগেই সংবাদকর্মীদের জানাতে হয়েছে, তারা কোন কোন ম্যাচ কাভার করতে চান। স্বাভাবিকভাবেই বাংলাদেশকে ‘বি ১’ ধরে সবাই ম্যাচ রিকুয়েস্ট করেছেন। আইসিসি এখন বলছে, ম্যাচ সিলেকশনের সুযোগ আবার নতুন করে দেবেন।
বাংলাদেশকে ‘বি ১’ ধরে যেসব দর্শক টিকিট করেছেন, তাদের নিয়ে কিছু জানানো হয়নি এখনও।
Discussion about this post