ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু বিপিএলে চলছে মাঝপথের লড়াই। ঠিক এমন সময়ে সুখবর। মাঠ মাতাতে আসছেন দুই বড় তারকা। খুলনা টাইগার্সের হয়ে খেলতে আসছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা। সব ঠিক থাকলে মঙ্গলবারই ঢাকা আসার কথা এই ব্যাটসম্যানের। বিপিএলের সিলেট পর্ব থেকে খেলবেন তিনি।
একইসঙ্গে নতুন বছরে বিপিএল মাতাতে দেখা যাবে ক্রিস গেইলকে। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি আসছেন ৬ জানুয়ারি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন তিনি। গ্রুপ পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচে দেখা যাবে তাকে। জানা গেছে গেইলকে ১ লাখ ডলার মানে ৮৪ লাখ টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম।
ঢাকা প্লাটুন দলেও আসছে বিদেশী ক্রিকেটার। দুই পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফ ও আহমেদ শেহজাদ সিলেট পর্ব থেকেই খেলবেন। ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্সের জায়গায় শেহজাদ। ড্রাফটের বাইরে থেকে আছেন অলরাউন্ডার ফাহিমকে।
হাঁটুর চোটের ফিরে গেলেন শহীদ আফ্রিদি। সবকিছু ঠিক থাকলে আসবেন ৬ জানুয়ারি। সিলেট পর্বে নেই ওয়াহাব রিয়াজও। তারপরও গেইল-আমলা নাম লেখানোতে নতুন করে চাঙ্গা হয়ে উঠবে ব্যাট-বলের লড়াই!
Discussion about this post