ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দীর্ঘ ৭ মাস পর ৩ দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ সফলভাবে শেষ হয়েছে। ঐ টুর্নামেন্টে অংশ নিয়েছিল ৪৫ জন ক্রিকেটার। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে ৮০ জন ক্রিকেটার নিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি লিগ।
আগামী নভেম্বর-ডিসেম্বরে আরও একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। টি-টুয়েন্টি ফরমেটের এ টুর্নামেন্টে খেলবে ৫ টি দল। জাতির জনকের জন্মশতবার্ষিকী মানে মুজিববর্ষ হওয়ায় এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। তবে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।
কর্পোরেট লিগ হওয়ার কথা থাকলেও করপোরেট টুর্নামেন্ট হবে নাকি শেষ পর্যন্ত বিসিবি এ টুর্নামেন্ট আয়োজন করবে, তা এখনও নিশ্চিত হয়নি। যে কারণে ৭দিন পিছিয়ে শুরু হতে পারে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। করপোরেট দল চেয়ে মঙ্গলবার বিজ্ঞাপনও দিয়েছে বিসিবি। যদি করপোরেট দলের সংখ্যা কম হয়, তাহলে বাকি দলগুলোর স্পন্সর করবে বিসিবি। অথবা পুরো টুর্নামেন্টই হতে পারে বিসিবির অধীনে।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের দল গঠন করা হবে ড্রাফটের ভিত্তিতে। জাতীয় দল, এইচপি, অনুর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের নিয়ে হবে এই ড্রাফট। মোট ১৬ জন করে ৮০ ক্রিকেটার বাছাই করে নিবে ৫টি দল। দল গঠনে প্রতিটি দল সর্বোচ্চ ২ কোটি টাকা ব্যয় করতে পারবে।
আগামী ১৫ নভেম্বর টুর্নামেন্ট মাঠে গড়ানোর পরিকল্পনাতেই কাজ চালিয়ে যাচ্ছে বোর্ড। সিঙ্গেল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের ম্যাচগুলো হবে শুধুমাত্র মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
Discussion about this post