ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি ক্রিকেট যেন তার প্রাণের কাছাকাছি। এই ফরম্যাটে খেলবেন বলে আগে ভাগেই টেস্ট ক্রিকেটকে গুডবাই বলেছিলেন তিনি। কিন্তু এবার সেই প্রিয় টি-টুয়েন্টি ক্রিকেটও ছাড়ছেন লাসিথ মালিঙ্গা। অবশ্য বয়সটাও তো কম হয়নি। ৩৭ ছাড়িয়েছে। সব মিলিয়ে এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিদায় নিয়েই ফেললেন শ্রীলঙ্কান এই তারকা পেসার।
ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আইপিএল ক্লাব মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলেই খেলতেন মালিঙ্গা। এরমধ্যে ছেড়ে দেওয়া সাত খেলোয়াড়ের মধ্যে এই লঙ্কান পেসারও ছিলেন। তারপরই ক্লাব মালিক আকাশ আম্বানি জানান, মালিঙ্গা বিদায় বলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে।
আম্বানি টুইটারে জানান, ‘লাসিথ মালিঙ্গা ১২ বছর ধরে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাণ। আমরা তার সিদ্ধান্তকে সমর্থন জানাই। যদি আরও পাঁচ বছরের জন্য বোলিং আক্রমণে তাকে পেতাম, তাহলে ভালো লাগতো আমাদের।’
বিদায় বেলায় মালিঙ্গা বলেন, ‘পরিবারের সঙ্গে আলোচনার পর আমি মনে করেছি সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই ঠিক সময়। মহামারি পরিস্থিতি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরোপুরি অংশ নেওয়া আমার জন্য কঠিন হয়ে পড়বে। চমৎকার ১২টি বছর পার করার জন্য আম্বানি পরিবারকে, মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ও ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি।’
সেই ২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরে মুম্বাইয়ে যোগ দেন মালিঙ্গা। এরপর ২০১৮ ও ২০২০ সালে মুম্বাইয়ে দেখা যায়নি তাকে। ২০১৯ সালে দলের চতুর্থ শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। তবে গত বছর ব্যক্তিগত কারণ দেখিয়ে খেলেন নি তিনি।
সব মিলিয়ে ১২২ ম্যাচ খেলে ১৭০ উইকেট মালিঙ্গার। আইপিএল ইতিহাসের শীর্ষ উইকেটশিকারি তিনি। বিক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তাল্লাওয়াস ও সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছেন তিনি।
আবার বাংলাদেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও দেখা গেছে তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স খেলেন। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সে দেখা গেছে তাকে। টি-টুয়েন্টিতে আন্তর্জাতিক ও ক্লাব ২৯৫ ম্যাচ খেলে ৩৯০ উইকেট শিকারি তিনি।
Discussion about this post