জাতীয় দলের হয়ে মিশনটা শেষ হয়েছে কিছুদিন আগেই। কিন্তু দেশে ফিরে ছুটির আমেজে থাকতে পারলেন না তারা। তারা তিনজন নতুন মিশনে আজ রোববার ছাড়লেন দেশ। শুক্রবার দেশে ফেরত এসেছেন নাজমুল শান্ত সহ দলের বাকি প্রায় সব সদস্য। অন্যরা বিশ্রামে ছুটির মেজাজে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশ ছাড়লেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।
আইপিএলে নিয়মিত মুস্তাফিজ এবারই প্রথম খেলবেন এলপিএলে। তাসকিন জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্ট দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পথচলা শুরু করলেও এলপিএলে এবারই প্রথম নামবেন। হৃদয় গত বছর খেলেছেন শ্রীলঙ্কান এই লিগে।
এলপিএলে খেলতে যাওয়ার আগে হৃদয় বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলা শুরু করেছি। এখন আমাদের ক্রিকেটাররা একটু বেশি খেলছে, সামনে সবাই আরও খেলবে ইনশাআল্লাহ। সব জায়গায় ভালো করতে হবে। কোনো টার্গেট নেই, দোয়া করবেন।’
নতুন মিশনে যাওয়ার আগে তাসকিন বলেন, ‘দেখুন, প্রথমবার যাচ্ছি এলপিএল খেলতে, দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি।’
সোমবার থেকে শুরু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি লিগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ ও হৃদয়। কলম্বো স্ট্রাইকার্সের ক্রিকেটার তাসকিন আহমেদ।
Discussion about this post