ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুর্দান্ত ফর্মে থাকতেই হঠাৎ থমকে গিয়েছিল স্টিভেন স্মিথের ক্যারিয়ার। বল টেম্পারিংয়ে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন এক বছর। সেই নির্বাসিত জীবন পেছনে ফেলে ফের পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। বিরাট কোহলিকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক ফিরে পেলেন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের কিংস্টন টেস্টের পরই দেখা গেল টেস্ট র্যাঙ্কিংয়ের এই পরিবর্তন। যে ম্যাচে কোহলি প্রথম ইনিংসে করেছিলেন ৭৬ রান। কিন্তু র্যাঙ্কিংয়ের শীর্ষদিকে লড়াই এতটা তীব্র যে এক ইনিংসের ব্যর্থতাই কাল হয়েছে। দ্বিতীয় শুন্য রান করেছিলেন ভারত অধিনায়ক। তাতেই রেটিং পয়েন্ট হারিয়ে চলে গেছেন স্মিথের এক পয়েন্ট পেছনে। আপাতত স্মিথের রেটিং পয়েন্ট আপাতত ৯০৪। কোহলির ৯০৩।
২০১৫ সালের ডিসেম্বরে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেন স্মিথ। প্রায় টানা তিন বছর ছিলেন নাম্বার ওয়ান। এক পর্যায়ে ৯৪৭ রেটিং পয়েন্ট নিয়ে সর্বকালের সেরা রেটিং পয়েন্টের রেকর্ডের (ডন ব্র্যাডম্যানের ৯৬১) কাছাকাছি যান তিনি। কিন্তু বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ পিছিয়ে পড়েন র্যাঙ্কিংয়েও।
তবে ফের সেই চেনা স্মিথেরই দেখা মিলছে! ফের নাম্বার ওয়ান এই অজি কিংবদন্তি!
Discussion about this post