সময় এখন ডেভিড ওয়ার্নারের। মাঠে সাফল্যের ধারায় আছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। তারই পথ ধরে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। পেয়েছেন- ‘অ্যালান বোর্ডার অ্যাওয়ার্ড’। মিচেল স্টার্ককে হারিয়ে বর্ষসেরার হয়েছেন ওয়ার্নার। চতুর্থ খেলোয়াড় হিসেবে টানা দুবার এ পুরস্কার উঠল তার হাতে।
সোমবার অধিনায়ক স্টিভেন স্মিথকে পেছনে ফেলে বর্ষসেরা হয়েছেন ওয়ার্নার। অধিনায়কের চেয়ে ২৪৮ ভোট বেশি পেয়েছেন তিনি। এর আগে দুবার অ্যালান বোর্ডার অ্যাওয়ার্ড পেয়েছেন রিকি পন্টিং, শেন ওয়াটসন ও মাইকেল ক্লার্ক।
গত বছর অবসর নেয়া শেন ওয়াটসন বর্ষসেরা টি-টুয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। অস্ট্রেলিয়ার একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টির মধ্যে ৫টি মেজর অ্যাওয়ার্ড জয়ের রেকর্ড এখন তার।
এদিকে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন ওয়ার্নার। মিচেল স্টার্ক বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। পেয়েছেন ২৮ ভোট। স্মিথ ২৪ ও ওয়ার্নার পেয়েছেন ১৭ ভোট।
পুরুষদের ঘরোয়া ক্রিকেটের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ক্যামেরন হোয়াইট। ব্র্যাডম্যান ইয়ং ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার জিতেন হিলটন কার্টরাইট। অস্ট্রেলিয়ার বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেগ লিনিং। ২০১৪ ও ২০১৫ সালেও এই পুরস্কার জিতেন তিনি।
Discussion about this post