রবিচন্দ্রন অশ্বিনের দাপটের ইতি টানলেন ফের সাকিব আল হাসান। আইসিসির টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের এই ক্রিকেট তারকা। বুধবার প্রকাশিত তালিকায় দেখা গেছে এমনই তথ্য। এর অর্থ সাকিব এখন তিন সংস্করণেই শীর্ষে উঠে আসলেন।
ওয়ানডে আর টি-টুয়েন্টি অলরাউন্ডারের তালিকায় সাকিব আগেই ছিলেন নাম্বার ওয়ান। এবার টেস্টেও বাজিমাত। ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এমন কীর্তি অনেক আগেই গড়েন এই টাইগার ক্রিকেটার।
বেঙ্গালুরু টেস্টে বল হাতে চমক দেখালেও ব্যাট হাতে তেম কিছু করা হয়নি অশ্বিনের। তাই পিছিয়ে পড়লেন এই ভারতীয় তারকা। দেড় বছর পর শ্রেষ্টত্ব হারালেন। এখন সাকিবের রেটিং পয়েন্ট ৪৪০। অশ্বিনের রেটিং ৪৩৪। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বরে টেস্টে সাকিবকে ছাড়িয়ে গিয়েছিলেন অশ্বিন। ফের জায়গা ফিরে পেলেন টাইগার অলরাউন্ডার।
টেস্ট অলরাউন্ডারে তিন, চার ও পাঁচে আছেন যথাক্রমে- রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক ও বেন স্টোকস।
ওয়ানডেতে সাকিবের রেটিং ৩৭৭। এরপরই আফগানিস্তানের মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩৩১। টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে (৩৮৮) পেছনে ফেলেছেন সাকিব (৪০৮)।
Discussion about this post