ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অ্যালিসা হিলি ও বেথ মুনির ঝড় আর মেগান শুট, জেস জোনাসেনদের আগুনে বোলিংয়ে ভারতকে উড়িয়ে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রেকর্ড ৮৬ হাজার দর্শকের সামনে ভারতকে ৮৫ রানে হারিয়ে দেয় স্বাগতিকরা। এদিনে টানা দুইবার আর সবমিলিয়ে ৫বার এ ট্রফি নিজেদের দখলে নিলো হলুদ জার্সিধারীরা।
রোববার টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকরা দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। পরে মেগান শুট, জেস জোনাসেনদের আগুনে বোলিংয়ে সামনে দাঁড়াতেই পারেনি ভারত। ১৯.১ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় দলটি।
দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনিরের বিধ্বংসী ব্যাটিংয়ে ১১৫ রানে তোলে অস্ট্রেলিয়া। ৩০ বলে তিনি হিলি স্পর্শ করেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত এ ব্যাটার ফিরেন ৭ চার ও ৫ ছয়ে ৩৯ বলে ৭৫ রান করে।
হিলির বিদায়ের পর অধিনায়ক মেগ ল্যানিং টিকতে পারেননি বেশিক্ষণ। দ্রুত ফেরেন অ্যাশলি গার্ডনারও। এক ওভারে দুই জনকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার রানের গতিতে কিছুটা রাশ টানেন অফ স্পিনার দিপ্তি শর্মা। তবে একপ্রান্তে রানের চাকা ঠিকই সচল রাখেন মুনি। ৮ রানে জীবন পাওয়া এই ব্যাটার ৪১ বলে করেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৪ বলে ১০ চারে ৭৮ রান অপরাজিত ছিলেন তিনি। তাই অজিরাও পেয়ে যায় বড় পুঁজি।
বড় পুঁজি নিয়ে বল হাতে শুরু থেকেই বল হাতেও দাপট দেখায় অস্ট্রেলিয়া। ভারতের প্রথম পাঁচ ব্যাটারের একজন যেতে পেরেছেন দুই অঙ্কে। মাথায় বলের আঘাতে তানিয়া ভাটিয়া মাঠ ছাড়েন। পরে তার পরিবর্তে ব্যাটিংয়ে নামেন রিচা ঘোষ। তিনি করেন ১৮ রান। এদিকে দিপ্তি ছাড়া পরে আর কোন ব্যাটসম্যান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। দিপ্তি করেন ৩৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৪/৪ (হিলি ৭৫, মুনি ৭৮*, ল্যানিং ১৬, গার্ডনার ২, হেইন্স ৪, কেয়ারি ৫*; দিপ্তি ৪-০-৩৮-২, শিখা ৩-০-৫২-০, রাজেশ্বরি ৪-০-২৯-০, পুনম ৪-০-৩০-০, রাধা ৪-০-৩৪-১)
ভারত: ১৯.১ ওভারে ৯৯ (শেফালি ২, মান্ধানা ১১, তানিয়া ২ (রিটায়ার্ড হার্ট), জেমিমা ০, হারমানপ্রিত ৪*, দিপ্তি ৩৩, ভেদা ১৯, রিচা ১৮, শিখা ২, রাধা ১, পুনম ১, রাজেশ্বরি ১*; শুট ৩.১-০-১৮-৪, জোনাসেন ৪-০-২০-৩, মলিনিউ ৪-০-২১-১, কিমিন্স ৪-০-১৭-১, কেয়ারি ৪-০-২৩-১)
ফল: অস্ট্রেলিয়া ৮৫ রানে জয়ী
ম্যাচ সেরা: অ্যালিসা হিলি
সিরিজ সেরা: বেথ মুনি
Discussion about this post