গত বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। যা কীনা বিশ্বকাপ ইতিহাসে কোন টাইগার ক্রিকেটারের প্রথম শতরান। অথচ সেই কিউইদের বিপক্ষেই কীনা রান করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলেছেন তিনি। তারপরও কথা বলে নি ব্যাট। অবশেষে সেই চেনা মাহমুদুল্লাহ রিয়াদের দেখা মিলল। মঙ্গলবার টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এসে রানের দেখা পেলেন এই অলরাউন্ডার।
কিউইদের বিপক্ষে বাংলাদেশ যখন চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে দাড়িয়ে তখন খেললেন ৪৭ বলে ৫২ রানের লড়াকু এক ইনিংস। আর সেই রানে ভর করেই লড়াই করার মতো পুঁজি পায় টাইগাররা।
নেপিয়ারে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে মাশরাফি বিন মর্তুজার দল। দলের রান তখন মাত্র ৩০। তখনই নামেন মাহমুদউল্লাহ। প্রথমে সঙ্গ দেন সাকিব আল হাসান। গড়েন ৩৭ রানের জুটি। তার ষষ্ঠ উইকেটে মোসাদ্দেক হোসেনকে নিয়ে লড়াই করেন। মোসাদ্দেক ফিরেন ২০ রানে। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভার শেষে ১৪১ করে। আর মাহমুদউল্লাহ রিয়াদ ৪৭ বলে ৩ চার ও ৩ ছয়ে ৫২ রান করে আউট হন।
মাহমুদুল্লাহর হাফসেঞ্চুরির ম্যাচে অবশ্য লড়তে পারেনি বাংলাদেশ। প্রথম টি-টুয়েন্টিতে কিউইদের কাছে টাইগাররা হেরেছে ৬ উইকেটে। ১২ বল বাকী থাকতেই পরাজয়!
অথচ নিউজিল্যান্ডে বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহ ব্যাট এবং বল হাতে ছিলেন প্রত্যাশা পূরনের কাছেই যেতে পারেন নি। প্রথম ম্যাচে কোন রান না আউট, দ্বিতীয় ম্যাচে এক আর শেষটিতে করেন মাত্র তিন রান।
অথচ তার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঝড় তুলেন তিনি। মাহমুদউল্লাহ খুলনা টাইটানসের হয়ে ব্যাট হাতে ৩৯৬ আর বল হাতে ১০টি উইকেট নেন।
Discussion about this post