তার চোট নিয়ে মাঠ ছাড়ার পরই উৎকন্ঠা ছড়িয়ে পড়েছিল। কারণ একটাই- তামিম ইকবাল যে দলের সেরা ক্রিকেটার। তবে সময়ের সঙ্গে উবে গেছে সেই দুশ্চিন্তা। বাংলাদেশ ওপেনারের চোট ততোটা মারাত্মক নয়। ধাক্কা সামলে প্রথম টেস্টেই একাদশে ফিরতে প্রস্তুত তিনি। তেমন ইঙ্গিত দিয়ে রাখলেন তামিম।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে গত বুধবার চোট নিয়ে মাঠ ছাড়েন তামিম। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ১৩ বল খেলার পরই পেশিতে চোট পান তিনি। এরপর জানা যায়, তার পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়েছে। আপাতত স্ক্যান রিপোর্টের অপেক্ষায় তিনি। যে কারণে প্রথম টেস্টে মাঠে নামা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। যদিও এনিয়ে তামিম শনিবার সংবাদ মাধ্যমে বলেন, ‘বুঝতে পারছি না চোট কতটা গুরুতর। স্ক্যান রিপোর্ট হাতে পেলে বুঝতে পারব।’
২৮ সেপ্টেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। হাতে এখনও কয়েকদিন সময়। এরমধ্যেই চোট থেকে সুস্থ হয়ে উঠবেন। তামিম বলছিলেন, ‘মাঠে ফেরার সুযোগটা বলতে পারেন ফিফটি-ফিফটি। সবটাই নির্ভর করছে আমি কতটা দ্রুত সেরে উঠতে পারি। আগামী দু-একদিনের মধ্যে বুঝতে পারব ব্যাপারটা।’
তামিম যে চোটে পড়েছেন, তা কাটিয়ে উঠতে কমপক্ষে সাতদিন সময় প্রয়োজন। সেই হিসেবে প্রথম টেস্টে বাংলাদেশি ওপেনারের খেলতে না পারারই কথা। তারপরও আশাবাদী তামিম। দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট স্কোয়াডে নেই সাকিব আল হাসান। টানা খেলে ক্লান্ত এই ক্রিকেটার রয়েছেন ছুটিতে। টেস্ট সিরিজে তামিমের দিকে তাকিয়ে বাংলাদেশ। এ অবস্থায় তামিমকে যে চাই-ই চাই মুশফিকুর রহীমের।
Discussion about this post