ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত শঙ্কার মেঘ কেট গেল। ২০১৯ সালে কাঁধের ইনজুরির সঙ্গে লড়াই করে কোনোমতে টিকে থাকা পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী মারিয়া শারাপোভা অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন। এমন সুসংবাদ পেয়ে আপ্লুত রুশ টেনিস-সুন্দরী।
শারাপোভা শেষবার অস্ট্রেলিয়া ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০৮ সালে। এ মুহূর্তে র্যাঙ্কিংয়ে অবশ্য ১৪২ নম্বরে নেমে গিয়েছেন তিনি। তবু তিনি এখনও বিশ্ব টেনিসে বড় নাম। ২০০৩ থেকে শুরু করে তিনি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলবেন এই নিয়ে ১৬ বার।
বছরের প্রথম গ্র্যান্ডস্লামে ওয়াইল্ড কার্ড পাওয়ার খবরে খুশি শারাপোভা। এ ব্যাপারে তিনি বলেন, ‘মেলবোর্নে অসাধারণ সব অভিজ্ঞতা আছে। চ্যাম্পিয়নশিপ ট্রফি নেওয়া থেকে, কয়েকটি কঠিন ফাইনালও খেলেছি। সব মিলিয়ে অভিজ্ঞতাটা ভাল-মন্দ মেশানো।’
শারাপোভা আরও বলেন, ‘ভাবতে পারছি না, এখানে খেলার আর একটা সুযোগ পেলাম। এখানকার কোর্টে নামতে পারা আমার কাছে চিরকালই বিশেষ ব্যাপার।’
গত আগস্টে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ক্যারিয়ারের দীর্ঘ প্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামসের কাছে পরাজিত হয়ে বিদায় নেওয়ার পর তিনি কোর্টের বাইরে ছিলেন।
ব্রিসবেনে টুর্নামেন্টের আগে শারাপোভা শেষ খেলেন গত বছরের অগস্টে যুক্তরাষ্ট্র ওপেনে। কাঁধের চোটের কারণে সেখানে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন তিনি। এ ব্যাপারে এবার তিনি বলেন, ‘নিউ ইয়র্কে শেষ খেলাটা বহুক্ষণ চলেছিল। তবে কাঁধের এই মুহূর্ত অবস্থা ঠিক কী, তার ভাল পরীক্ষা হবে অস্ট্রেলীয় ওপেনে।’
Discussion about this post