মাঠে ফেরার জন্য অস্থির হয়ে ছিলেন তিনি। সেই দক্ষিণ আফ্রিকা সফরে চোট পেয়েছিলেন। তারপর থেকেই মাঠের বাইরে।বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলের সঙ্গে অনুশীলনে থাকলেও মাঠে নামা হয়নি। এবার তামিম ইকবাল মাঠে নামতে তৈরি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ ফিরবেন এই ওপেনার।
এর আগে ঊরুর চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকে আগেই দেশে ফিরেন তামিম। তারপর বিপিএলেমিস করেন তিনটি ম্যাচ। কুমিল্লায় খেলঅ এই ব্যাটসম্যান সোমবার জানিয়ে দিলেন, ‘এখন কোনো সমস্যা নেই, অামি পুরো ফিট। চাইলে আগের ম্যাচটিও খেলতে পারতাম। কিন্তু যেহেতু সামান্য ঝুঁকিও নিতে চাইনি, তাই খেলিনি। আরেকটু সময় নিয়েছি। জাতীয় দলের ফিজিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়েছে। উনার পরামর্শমতোই সব করেছি। তার কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েই নামছি অামি।’
তামিম নেতৃত্ব থেকেই দলে ফিরবেন। তার অধীনেই খেলতে নামবে কুমিল্লা। যারা তিন ম্যাচের দুটি জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে। ট্রফি পুনরুদ্ধারের জন্য লড়বে তার দল।
Discussion about this post