ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিশ্চিয়ানো রোনালদো আর মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদের ক্রোয়াট অধিনায়কের পেলেন বছরের বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দ্য বেস্ট ম্যান প্লেয়ার’ ট্রফি। গতমাসে উয়েফার বর্ষসেরাও হয়েছিলেন তিনি।
১০ বছর পর লিওনেল মেসি ও রোনালদোর বাইরে কেউ পেল এই সেরার স্বীকৃতি।
সোমবার রাতে লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে জমকালো এক অনুষ্ঠানে ফিফার বর্ষসেরা ঘোষণা করা হয়।
রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত খেলেছেন মডরিচ। পেয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা। একইসঙ্গে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও জেতাতেও রাখেন বড় ভূমিকা। এরপর রাশিয়া বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে নিয়ে যান সেমিফাইনালে। বিশ্বকাপে সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’ পান তিনি।
ফিফা বর্ষসেরা গোলরক্ষকের হয়েছেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া। বর্ষসেরা নারী ফুটবলারের ব্রাজিলের মার্তা। বর্ষসেরা পুরুষ কোচ হয়েছেন বিশ্বকাপ জয়ী ফ্রান্সের দিদিয়ের দেশম। বর্ষসেরা নারী কোচ একই দেশের রেইনাল পেরহোস।
এদিকে ফিফার বর্ষসেরা দলে লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো থাকলেও নেই নেইমার ও মোহাম্মদ সালাহ।
ফিফা বর্ষসেরা একাদশ-
ডেভিড ডি হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড/স্পেন), ডানি আলভেস (পিএসজি/ব্রাজিল), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ/স্পেন), মার্সেলো (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল), নগোলো কন্তে (চেলসি/ফ্রান্স), লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া), ইডেন আজার (চেলসি/বেলজিয়াম), কিলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স), ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল) ও লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা)।
Discussion about this post