নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে আইসিসি প্রতিনিধি দল। তারা জানান, সিলেটের চেয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বেশ ভালো অবস্থায় রয়েছে ফতুল্লা স্টেডিয়াম। সোমবার প্রতিনিধি দল ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনে আসে। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। এজন্য বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব ছিল নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের নাম। এজন্য সংস্কার কাজ হয়েছে এ স্টেডিয়ামের। বারবার বিসিবির কর্মকর্তারা নারায়ণগঞ্জে এসে করে গেছেন কাজের তদারকি। এতদিন যে মেরামত হয়েছে তা টি-টুয়েন্টি বিশ্বকাপের উপযোগী হয়েছে বলে পরিদর্শন করে তারই প্রশংসা করল আইসিসি প্রতিনিধি দল।
আইসিসি ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি জানান, ‘বাংলাদেশে টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের বিকল্প ভেন্যুগুলো কতটুকু প্রস্তুত সেগুলো আমরা সরেজমিন দেখছি। এরই অংশ হিসেবে আমরা ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করে গেলাম। আমরা এর প্রস্তুতিতে সন্তুষ্ট।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘স্টেডিয়ামটির কাজ শেষ। অন্যদিকে সিলেট স্টেডিয়ামের কাজ চলছে। এছাড়া ফতুল্লায় এর আগে মহিলা বিশ্বকাপের খেলা হয়েছে। ওয়ানডে হয়েছে। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা ফতুল্লাকেই অগ্রাধিকার দেব।’
তাহলে কি এখানেই টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল খেলা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টেটলি জানান-‘এটা বিসিবির সঙ্গে কথা বলে পরে বলা যাবে।’
Discussion about this post