ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট হাতে শুরুটা করেছিলেন রাইলি রুশো। বোলারদের ওপর তান্ডব চালিয়ে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা তাই পেয়েছিল বড় পুঁজি। এ পেছনে ছোটার শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। তবে সেটার স্থায়ীত্ব ছিল মাত্র ২.৪ ওভার পর্যন্ত। এরপরই পোটিয়া পেস-স্পিনে মুখ থুবড়ে পড়ে টাইগার ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত লাল-সবুজ প্রতিনিধিরা লড়াই না করেই অসহায় আত্মসমর্পন করে।
সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ১০৪ রানের বড় ব্যবধানে। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে রুশো (১০৯) ঝড়ে দক্ষিণ আফ্রিকা তোলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান। জবাবে ১৬.৩ ওভারে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় টিম বাংলাদেশ।
রান তাড়ায় সৌম্য সরকার শুরুটা করেন দারুণ। ৬ বলে ২ ছয়ে তিনি তুলে নেন ১৫ রান। এরপরই তিনি বিদায় নেন আনরিখ নর্কিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
সৌম্য বিদায়ের পর বাংলাদেশ দলের ব্যাটাররা মূলত আশা-যাওয়ার মিছিলে যোগ দেন। যে কারণে লিটন দাস থাকেন খোলশ বন্দি হয়ে। শেষ পর্যন্ত তিনিও ফিরেন ৩১ বলে ৩৪ রান করে। এরপর শুধু শেষ দিকে বলার মতো ইনিংস খেলেন মোস্তাফিজুর রহমান। তিনি ৩ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন।
দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্কিয়া একাই নিয়েছেন ১০ রানে ৪ উইকেট। এদিকে তাবরাইজ সামছি ২০ রানে নেন ৩টি উইকেট। ব্যাট হাতে দাপট দেখিয়ে সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হয়েছেন রাইলি রুশো।
Discussion about this post