ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নড়াইল তার স্বপ্নের শহর। এখানেই বেড়ে উঠেছেন মাশরাফি বিন মর্তুজা। ছুটি পেলেই ছুটে যান নিজের ঠিকানায়। এবার ঈদটাও মাশরাফির কেটেছে প্রিয় শহরে। শুক্রবার সেখানেই নিজের ফুটবল প্রতিভা জাহির করলেন তিনি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক চমৎকার ফুটবলের পসরা সাজিয়ে মুগ্ধ করলেন।
শুক্রবার টাইগার ওয়ানডে অধিনায়ক অংশ নেন এক প্রীতি ফুটবল ম্যাচে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের নব গঠিত ফুটবল দলের সঙ্গে নড়াইলের সিনিয়র ফুটবল একাদশ অংশ নিয়েছে। সিনিয়র দলের নেতৃত্ব দেন মাশরাফি। ফাউন্ডেশনের নেতৃত্ব দেন আকাশ নামের স্থানীয় এক ফুটবলার।
ম্যাচটিতে জিতে মাশরাফির দল জিতেছে ২-১ গোলে। নড়াইলে বৃষ্টি হওয়ায় ভিক্টোরিয়া কলেজ মাঠ একেবারে কর্দমাক্ত। সেখানেই মাশরাফি নিজের ফুটবল ক্যারিশমা দেখান। গোল না পেলেও রাখেন বড় ভূমিকা। সবাইকে তাক লাগিয়ে দেন এই তারকা ক্রিকেটার।
ছুটির এই আমেজ শেষেই ম্যাশের সামনে নতুন মিশন। সেপ্টেম্বরের ১৫ তারিখে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ এই টুর্নামেন্টের রানার্সআপ। এবারো ঝড় তুলতে ২৭ সেপ্টেম্বর থেকে মিরপুর হোম অব ক্রিকেটে অনুশীলন শুরু করবেন দল।
তার আগে মাশরাফি নড়াইলে সময় কাটিয়ে নিজেকে চাঙ্গা করে নিয়েছেন।
Discussion about this post