ক্রিকবিডি২৪.কম ডেস্ক
সেই ১৯৭৪-৭৫ মৌসুমে ঢাকা মেট্রোপলিস প্রথম বিভাগ ক্রিকেট নামে শুরু হয় ঢাকার শীর্ষ এই ক্লাবের লড়াই। প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন হয় আবাহনী লিমিটেড। ১৯৮৭-৮৮ মৌসুম থেকে প্রথম বিভাগ হয়ে যায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
২০০৩-০৪ ও ২০১২-১৩ মৌসুমে খেলা হয়নি। ঢাকার শীর্ষ ক্লাব টুর্নামেন্টে এবারসহ ২০ বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। মোহামেডান শিরোপা ট্রফি জেতে ৯ বার। গতবারের মতো এবারো রানার্স হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
রোল অব অনার (২০০০ সাল থেকে)
মৌসুম | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
২০১৮-১৯ | আবাহনী | লিজেন্ডস অব রূপগঞ্জ |
২০১৭-১৮ | আবাহনী | লিজেন্ডস অব রূপগঞ্জ |
২০১৬-১৭ | গাজী গ্রুপ ক্রিকেটার্স | প্রাইম দোলেশ্বর |
২০১৫-১৬ | আবাহনী | প্রাইম দোলেশ্বর |
২০১৪-১৫ | প্রাইম ব্যাংক | প্রাইম দোলেশ্বর |
২০১২-১৩ | গাজী ট্যাংক | শেখ জামাল |
২০১১-১২ | ভিক্টোরিয়া | ওল্ডডিওএইচএস |
২০১০-১১ | আবাহনী | মোহামেডান |
২০০৯-১০ | মোহামেডান | বিমান বাংলাদেশ |
২০০৮-০৯ | আবাহনী | সূর্যতরুণ |
২০০৭-০৮ | আবাহনী | বিমান বাংলাদেশ |
২০০৬-০৭ | আবাহনী | মোহামেডান |
২০০৫-০৬ | ওল্ডডিওএইচএস | সোনারগাঁও ক্রিকেটার্স |
২০০৪-০৫ | ওল্ডডিওএইচএস | সিটি ক্লাব |
২০০২-০৩ | ভিক্টোরিয়া | মোহামেডান ও সিটি ক্লাব |
২০০১-০২ | ভিক্টোরিয়া | মোহামেডান |
২০০০-০১ | মোহামেডান | আবাহনী |
* ২০০৩-০৪ ও ২০১২-১৩ মৌসুমে লিগ হয়নি
Discussion about this post