ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারো সেই এক বৃত্তে বাংলাদেশ। আক্ষেপ সঙ্গী করেই শেষ ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। শনিবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন জাতীয় দলের তারকারা। এশিয়া কাপ মিশন শেষে এবারো একটুর জন্য ট্রফি জেতা হল না।
মধ্যরাতে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি এনিয়ে আক্ষেপের সঙ্গে আশাবাদী কথাও শোনালেন। তিনি বলেন, ‘দেখুন ছেলেরা সবাই শেষ পর্যন্ত লড়াই করেছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমাদের জেতার তীব্র ইচ্ছে ছিল। দলের প্রতিটি ক্রিকেটারেরই নিজেদের নিয়ে গর্ব করতে পারে। আমরা সবাই বুঝতে পারছি কে কোথায় কী করতে পারতাম। সামনে বিশ্বকাপ। আছে আরো দুই তিনটা সিরিজ। সেখানে এই ভুল সামলে ভাল কিছু করতে লড়ে যাবো।’
টানা তিন ফাইনাল শেষে অঅক্ষেপ সঙ্গী হল। এনিয়ে মাশরাফি বলেন, ‘আমি পুরোপুরি হতাশ নই। দলের ভেতর স্পিরিট না দেখতে না পেলেই হতাশ হতাম। যে রকম মানসিকতা নিয়ে ছেলেরা খেলেছে, সামনে যদি এটা না দেখতে পাই তবেই হতাশ হব।’
দেশে ফিরে মাশরাফি ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। তার অফিসিয়া পেজে লিখেছেন, ‘নাহ! এবারও হল না! আমরা যখন মাঠে খেলি তখন আমরা শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জেতাতে পারি। তখন মুশফিক পাজরের ব্যাথা নিয়ে ব্যাটিং করে টানা তিন ঘন্টা, সাকিব হাতে সেলাই নিয়ে খেলে, তামিম ভাঙা হাত নিয়ে নেমে পরে ব্যাটিং করতে একহাতে। আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ১৬ কোটি মানুষের মুখে হাসি দিতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন তো যদি সবাই মিলে নিজের স্থান থেকে যদি দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমুল পরিবর্তন করতে পারি। শুধু দরকার একটু দ্বায়িত্ববোধ ও চেষ্টার। আসুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য। আমরা প্রতিদিনই জেতার চেষ্টা করি আজকে না হয় হারলাম, নিশ্চয়ই কালকে আবার জিতব। দেখা হবে আবার।’
Discussion about this post