ঢাকা প্রিমিয়ার লিগে জয়ের ধারায় আছে প্রাইম ব্যাংক। বৃহস্পতিবার অধিনায়ক মেহেদি মারুফের শতরানে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে ১৩০ রানের বড় ব্যবধানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে তারা। এক ম্যাচ পর আবারও জয়ে ফিরছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রকিবুল হাসানের ব্যাটে ভর করে খেলা ঘরকে ৪ উইকেটে হারিয়েছে দলটি।
বিকেএসপির ৪ নস্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে মেহেদি মারুফের ব্যাটে দুরন্ত শুরু পায় প্রাইম ব্যাংক। টপ অর্ডার ব্যাটসম্যানদের প্রায় সবার সঙ্গে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নেন এ ডানহাতি। ইনিংসের ৩৩তম ওভারে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন মারুফ। প্রাইম ব্যাংক ৪৯.৪ ওভারে ২৮৩ রান অলআউট হয়।
২৮৪ রানের লক্ষটা শুরুতেই কোনো রান না করেই ২ উইকেট হারায় ভিক্টোরিয়া। সময় যত গড়িয়েছে সেই চাপটা ততই বেড়েছে মনির হোসেনের দলের ওপর। তাই তো ৩৩.৫ ওভারে মাত্র ১৫৩ রানেই গুটিয়ে যায় দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে টস জিতে ওপেনার রবিউল ইসলাম রবি (৬৩) ও অমিত মুমুজদারের (৫৩) ইনিংসে ৪৫.৪ ওভারে মাত্র ১৮৯ রানে অলআউট হয় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। অধিনায়ক রকিবুল হাসানের অপরাজিত ৭৬ রানে ভর করে ৪৪.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে মোহামেডান।
প্রিমিয়ার লিগের দিনের অন্যম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ১০২ রানে গুটিয়ে যায় পারটেক্স। জবাবে ১৭.৫ ওভারেই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ব্রাদার্স।
Discussion about this post