ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান উৎসব চলছে। শনিবার মিজানুর রহমান ও ফজলে মাহমুদ রাব্বির সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বড় সংগ্রহ গড়ে। এরপর তান্ডব চালায় ব্রাদার্স ইউনিয়নও। স্কোর বোর্ডে তোলে ৩৩০ রান। তারপরও এনামুল হক বিজয়, অভিমান্যু ইশ্বর, আল আমিন হোসেন ও অলক কাপালির হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক।
ফজলে রাব্বির ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ইনিংস ছিলো ১৪৮। শনিবার তিনি করেন ১৪৯ রানের অপরাজিত ইনিংস। তার আগেই সেঞ্চুরির দেখা পান মিজানুর রহমান। এদিকে ঝড়ো হাফসেঞ্চুরির হাঁকান ইয়াসির আলি রাব্বি। দুজনের সঙ্গে একশ রানের জুটি গড়ে ব্রাদার্স ইউনিউনকে ৩৩০ রানের বিশাল সংগ্রহ এনে দেন ফজলে রাব্বি।
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স: ৫০ ওভারে ৩৩০/২ (মিজানুর ১০০, জুনায়েদ ৭, ফজলে মাহমুদ ১৪৯*, ইয়াসির ৬১*; সাদ্দাম ৭-০-৬৮-০, সালমান ২-০-২১-০, নাঈম ১০-১-৬২-১, মনির ৯-০-৫৯-০, নাহিদুল ৮-০-৪৫-০, রাজ্জাক ১০-০-৪৮-০, অলক ৩-০-১৬-০, আল আমিন ১-০-১০-০)।
প্রাইম ব্যাংক: ৪৮.৫ ওভারে ৩৩১/৫ (এনামুল ৫৪, সালমান ১৩, ইশ্বরণ ৯০, আল আমিন ৫২, অলক ৮২*, মিলন ১, নাহিদুল ২৩*; সাজেদুল ১০-০-৭০-৩, হাবিবুর ৩-০-২২-০, ইবাদত ৭-০-৫৬-০, শরিফ ৯.৫-০৬০-১, শরিফউল্লাহ ৯-০-৬৭-০, নাঈম জুনিয়র ১০-০-৫২-১)।
ফল: প্রাইম ব্যাংক ৫ উইকেটে জয়ী
ম্যাচ: ফজলে মাহমুদ রাব্বি
#############
ঢাকা প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে উত্তরা। মোহামেডানের দেওয়া ১৯৩ রানের জবাবে ৬০ বল বাকি লক্ষ্যে পৌঁছে যায় তারা। বিকেএসপির চার নম্বর মাঠে শনিবার এই জয়ে পয়েন্ট তালিকার তলানী থেকে এগারো নম্বরে উঠে এসেছে উত্তরা। মোহামেডান হারল টানা চতুর্থ ম্যাচে।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৫.১ ওভারে ১৯৩ (অভিষেক ২১, মজিদ ১৭, শুক্কুর ১৬, রকিবুল ৮, আশরাফুল ২৮, নাদিফ ৩৯, ডি সিলভা ১, সোহাগ ৬, শফিউল ২৯, অনিক ১৪, শাহাদাত ০*; নাহিদ ০/৪৪, রশিদ ৩/৩২, পায়েল ৩/৫৩, আনিসুল ১/৩২, সাজ্জাদ ২/২৭, মোহাইমিনুল ০/২)
উত্তরা স্পোর্টিং ক্লাব: ৪০ ওভারে ১৯৪/৩ (তানজিদ ১০১*, আনিসুল ৩৭, রনি ১, মোহাইমিনুল ২২, শাকির ১৭*; শফিউল ০/৩২, অনিক ০/১৪, শাহাদাত ২/৩৫, সোহাগ ১/৪৮, ডি সিলভা ০/৪৫, আশরাফুল ০/১৭)
ফল: উত্তরা স্পোর্টি ক্লাব ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানজিদ হাসান
Discussion about this post