নিউজিল্যান্ডে আসল লড়াইয়ের আগে প্রস্তুতিটা ভাল হল না বাংলাদেশের। বৃহস্পতিবার অপেক্ষাকৃত দুর্বল নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরে গেল টাইগাররা। ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হার মানে মাশরাফি বিন মর্তুজার দল।
কমহাম ওভাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে টাইগাররা। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড একাদশ ৭ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে।
তবে ম্যাচে রান পেয়েছেন সৌম্য সরকার। ৪০ রান আসে তার ব্যাটে। ৪৩ করেন মাহমদুল্লাহ রিয়াদ। মুশফিকুর রহীম ৪৫ রানে ফিরে গেলে লড়াকু পুঁজি পায় দল। যদিও বোলাররা তেমন ভাল করতে পারেন নি। যদিও স্বস্তির কথা মুস্তাফিজ দীর্ঘ ৬ মাস পর ফিরেছেন। একইসঙ্গে কাটার মাস্টার দুটি উইকেটও নিয়েছেন। সাকিব আল হাসান নিয়েছেন ৩টি উইকেট।
সব মিলিয়ে দল হারলেও ব্যক্তিগত অর্জনটা মন্দ ছিল না টাইগারদের। আগামী সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিলেন কয়েকজন ক্রিকেটার।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৩ ওভারে ২৪৫/৯ (তামিম ১, ইমরুল ৩৬, সৌম্য ৪০, মাহমুদউল্লাহ ৪৩, সাকিব ২৩, মুশফিক ৪৫, সাব্বির ১১, তানভীর ১০, মাশরাফি ২১*; মিরাজ ৩, তাসকিন ১*; হিকস ২/৩০, হ্যাম্পটন ২/৪৪)
নিউজিল্যান্ড একাদশ: ৪১.৪ ওভারে ২৪৭/৭ (ডাফি ৪, স্মিথ ৫০, পপলি ৪৫, ম্যাকক্লার ১০, হর্ন ৬০*, হিকস ১৫, শিপলি ২৪, হ্যাম্পটন ২৯*; মাশরাফি ০/২৯, মুস্তাফিজ ২/৩৯, রুবেল ০/২৯, তানভীর ০/৫৯, তাসকিন ০/১৯, সাকিব ৩/৪১, মিরাজ ০/১২, মাহমুদউল্লাহ ১/১৪)
ফল: ডিএল ম্যাথডে নিউজিল্যান্ড একাদশ ৩ উইকেটে জয়ী।
Discussion about this post