তিনি কিংবদন্তির কিংবদন্তি! ব্যাটে-বলে সমান দক্ষ। তার দিনে অন্য সবাই অসহায়। এই যেমন সোমবার বাংলাদেশ তাদের ইংলিশ পরীক্ষায় পাশ করল সাকিব আল হাসানের হাত ধরেই। ব্যাটে-বলে দাপট দেখিয়ে এই অলরাউন্ডার বাংলাদেশকে পাইয়ে দিলেন ৫০ রানের জয়। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা থেকেও বাঁচল টাইগাররা।
চট্টগ্রামে এই ম্যাচেই নতুন উচ্চতায় পা রাখলেন সাকিব। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে পা রাখলেন ৩০০ উইকেট ক্লাবে। ২৯৬ উইকেট নিয়ে শেষ ওয়ানডেটি খেলতে নামেন সাকিব। ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে এরপর বল হাতে ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট।
তার পথ ধরে বাংলাদেশ থেকে ৩০০ উইকেটে প্রথম পা রাখলেন তিনি। ক্রিকেট বিশ্বে বাঁহাতি স্পিনে এমন অর্জন আছে শুধু-সনাৎ জয়াসুরিয়া ও ড্যানিয়েল ভেটোরির। তিনজনের মধ্যে দ্রুততম সাকিব। সব মিলিয়ে ওয়ানডেতে ৩০০ উইকেট ছোঁয়া ১৪তম বোলার বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার এই কীর্তিতে ম্যাচের সেরা তিনি।
ওয়ানডে ক্রিকেটে সাকিবের প্রথম শিকার ছিলেন এল্টন চিগুম্বুরা। ২০০৬ সালে নিজের অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটারকে বোল্ড করেন সাকিব। প্রায় ১৭ বছর পর ২২৭তম ওয়ানডেতে ৩০০তম উইকেট তুললেন। ২২৭ ম্যাচে এই মাইলফলকে তিনি।
ওয়ানডেতে ৬ হাজার রান পেরিয়ে সাত হাজারের কাছে। ওয়ানডে ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের কীর্তি দুজন অলরাউন্ডারের ছিল। তারা সনাৎ জয়াসুরিয়া ও শহিদ আফ্রিদি। এবার এই তালিকায় সাকিব।
সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনার
নাম উইকেট ম্যাচ
মুত্তিয়া মুরালিধরন ৫৩৪ ৩৫০
শহীদ আফ্রিদি ৩৯৫ ৩৯৮
অনিল কুম্বলে ২৭১ ৩৩৭
সানাথ জয়াসুরিয়া ৩৩৪ ৪৪৬
ড্যানিয়েল ভেট্টোরি ৩০৫ ২৯৫
সাকিব আল হাসান ৩০০ ২২৭
বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী
সাকিব আল হাসান ৩০০ ২২৭
মাশরাফি বিন মুর্তজা ২৬৯ ২১৮
আবদুর রাজ্জাক ২০৭ ১৫৩
মুস্তাফিজুর রহমান ১৪২ ৮৫
রুবেল হোসেন ১২৯ ১০৪
Discussion about this post