গত ৮ অক্টোবর ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হয়েছিল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। তারই শাস্তি এবার পেতে হল দলটিকে।
সিসিএসকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আগামী মৌসুমে তাদের খেলতে হবে প্রথম বিভাগে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) এ তথ্য জানায়। সিসিডিএমের সদস্য সচিব ইকবাল হায়দার বলেন, ‘নির্ধারিত সময়ে মাঠে আসতে না পারার কারণে সিসিএসকে রেলিগেটেড করা হয়েছে। এ মৌসুমে আরেকটি দলকে রেলিগেটেড করা হবে। লিগ শুরু হবে ২৭ অক্টোবর।’ গত বছর একই কারণে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে দেরি করে আসায় সূর্যতরুণকে রেলিগেটেড করা হয়েছিল।
সিসিএস রেলিগেটেড হওয়ায় তাদের সঙ্গে লিগের বাকি দলগুলোর অনুষ্ঠিত ম্যাচগুলো বাতিল বলে গণ্য হবে। তাই সিসিএসের বিপক্ষে জয়ী দলগুলোর পয়েন্ট বাতিল হয়ে গেছে। এতে সবচেয়ে বিপাকে পড়বে আবাহনী। লিগে তাদের একমাত্র জয়টি ছিল সিসিএসের বিপক্ষেই। ফলে এখন আবাহনীর পয়েন্ট শূন্য। রেলিগেশন শঙ্কায় থাকা অন্য দল খেলাঘরের অর্জন মাত্র ২ পয়েন্ট।
Discussion about this post