ছুটির দিন শেষ। সামনেই নতুন মিশন। নতুন লড়াই। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল রোববার। সামনের সিরিজগুলোর জন্য ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক দলের ২৫ জন থাকলেন প্রথম দিন। তবে ব্যাট-বলের অনুশীলন এখনো শুরু হয়নি।
মিরপুরে প্রথম দিনের অনুশীলনে দেখা মিলল না দুই তারকা ক্রিকেটারকে। ছিলেন না সাকিব আল হাসান এবং ইমরুল কায়েস।
সাকিব এখন রয়েছেন যুক্তরাস্ট্রে। বিপিএল শেষ হতেই মার্কিন মুল্লুকে গেছেন তিনি। সেখানেই আছে তার স্ত্রী শিশির আর ছোট্ট কন্যা সন্তান। মা’কে নিয়ে তাদের সঙ্গে দেখা করতে গেলেন সাকিব। ছুটি কাটিয়ে তিনিও ফিরবেন সহসাই।
এদিকে নাকের সমস্যায় ভুগছিলেন ইমরুল কায়েস। তাইতো থেকে ২৩ ডিসেম্বর কলকাতার অ্যাপোলো হাসপাতাল নাকের অপারেশন করিয়েছেন তিনি। এই ধাক্কা সামলে মাঠে ফেরার অপেক্ষায় এই ওপেনার।
Discussion about this post