বিপিএল শেষে কিছুদিনের ছুটি। ফের ব্যস্ত হয়ে পড়লেন ক্রিকেটাররা। এইতো রোববার থেকেই শুরু হল নতুন মিশনের প্রস্তুতি। অনুশীলনে নামল মাশরাফি বিন মর্তুজার দল। যদিও এদিন ব্যাট-বলের অনুশীলন হয়নি।
জানা গেছে প্রাথমিক দলে থাকা ২৭ ক্রিকেটারের মধ্যে ২৫ জন ছিলেন প্রথম দিনের অনুশীলনে।
সংগত কারনেই অনুশীলন মিস করেছেন সাকিব। স্ত্রী ও সন্তানের পাশে থাকতে এখন যুক্তরাস্ট্রে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিপিএল খেলে উড়াল দিয়েছেন মার্কন মুল্লুকে। ইমরুল কায়েস অসুস্থতার কারনে ছিলেন না অনুশীলনে। প্ছিলেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
রোববার সকাল নয়টায় ক্রিকেটাররা রিপোর্ট করেন কোচ মারিও ভিল্লাভারায়ানের কাছে। এরপর দুপুর দেড়টা পর্যন্ত চলে প্রস্তুতি। শুরুতে জিম এরপর ফিটনেস টেস্ট।
৭ জানুয়ারি পর্যন্ত মাশরাফিরা অনুশীলন করবেন মিরপুরে। এরপর দল যাবে সিলেটে। সেখানে জিম্বাবুয়ের সঙ্গে চার ম্যাচ টি-টুয়েন্টি ম্যাচ হবে।
Discussion about this post