ঠিক টি-টুয়েন্টি আমেজ মিলল না! সেই চার-ছক্কার বন্যাও নেই। আসলে ব্যাটসম্যানদের যেন কিছুই করার ছিল না মিরপুর শেরেবাংলার ধীর গতির উইকেটে। তেমন এক টি-টুয়েন্টি ম্যাচে রোববার বাংলাদেশকে ৫২ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। তাতেই সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
ম্যাচে অবশ্য বড় কোন লক্ষ্য ছিল না বাংলাদেশের। ১৪৯ রান। মনে হচ্ছিল ভারতের বিপক্ষের সেই রুপকথা বুঝি ফিরে আসছে! কিন্তু হল না। পারলেন না ব্যাটসম্যানরা।
ম্যাচের ৭ বল বাকি থাকতেই ৯৬ রানে অলআউট বাংলাদেশ।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বড় সংগ্রহ গড়া হয়নি। কারন একটাই-ধীর গতির উইকেট। শেষ পর্যন্ত প্রোটিয়ারা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে ১৪৮ রান। ডু প্লেসিসের ব্যাটে ৭৯। জবাব দিতে নেমে যারপরনাই ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা।
সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ ৭ জুলাই, এই মিরপুরেই।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৮/৪ (ডি ভিলিয়ার্স ২, ডি কক ১২, ডু প্লেসিস ৭৯*, ডুমিনি ১৮, মিলার ১, রুশো ৩১*; সানি ২/১৯, সাকিব ১/২৪, নাসির ১/৩৭)
বাংলাদেশ: ১৮.৫ ওভারে ৯৬ (তামিম ৫, সৌম্য ৭, সাকিব ২৬, মুশফিক ১৭, সাব্বির ৪, নাসির ১, লিটন ২২, মাশরাফি ৫, সোহাগ ৩, সানি ১*, মুস্তাফিজ ১; ডুমিনি ২/১১, ভিজে ২/১২, রাবাদা ২/২৮, অ্যাবট ১/১০, পার্নেল ১/১২, ফাঙ্গিসো ১/২১)
ফল: দক্ষিণ আফ্রিকা ৫২ রানে জয়ী
ম্যাচসেরা: ফাফ ডু প্লেসি
Discussion about this post