বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ব্রেনে টিউমার ধরা পড়েছিল। স্মৃতিভ্রষ্টতা রোগেও ভুগছিলেন। সব মিলিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় হাসপাতালে। মাঝে বাসাতেও ফিরেছিলেন। কিন্তু আজ মঙ্গলবার চিরতরে চলেই গেলেন তিনি। সাবেক ক্রিকেটার সামিউর রহমান আর নেই। ৬৮ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।
বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন সামিউর রহমান। ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে ২ ম্যাচে ৩০ রান দিয়ে কোনো উইকেট অবশ্য পাননি। ব্যাট হাতে নিয়েছেন ৪ রান।
১৯৮৬ সালের ৩১ মার্চ মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, সেটিতে বাংলাদেশ দলে ছিলেন সামিউর রহমান। একইসঙ্গে বিসিবির ম্যাচ রেফারি পরিচয়টাও আছে তার। ফার্স্ট ক্লাস ও লিস্ট এ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২৮ ম্যাচে। ম্যাচ রেফারি ছিলেন ১১১ ম্যাচে।
বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডে খেলা সামি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন।আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ইউসুফ রহমান বাবুর ছোট ভাই সামি। তাদের বড় ভাই জিল্লুর রহমান সত্তর ও আশির দশকে ঢাকার বাস্কেটবলে পরিচিত মুখ।
ঢাকার ক্লাব ক্রিকেট মোহামেডান, আবাহনী, আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে দীর্ঘ প্রায় ২০ বছর খেলেছেন সামি।
Discussion about this post