বেশ জমে উঠল চট্রগ্রাম টেস্ট। ছেড়ে কথা বলছে না দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন বৃহস্পতিবারের খেলা শেষে সফরকারীেদর রান কোন উইকেট না হারিয়ে ৬১। এখনো ১৭ রানে পিছিয়ে অাছে প্রোটিয়ারা। এর অর্থ লড়াই এখন সমানে সমান। শেষ দুদিন হয়তো অনেক নাটকীয়তা অপেক্ষা করছে চট্রগ্রামে!
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ম ইনিংসে ৩২৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান।
এদিকে তামিম ইকবালকে ধাক্কা মারায় শাস্তি পেলেন কুইন্টন ডি কক। আইসিসি দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছে।
চট্টগ্রাম টেস্টে বুধবার এই ঘটনা ঘটে
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৮৩.৪ ওভারে ১ম ইনিংসে ২৪৮ (এলগার ৪৭, ফন জিল ৩৪, দু প্লেসি ৪৮, আমলা ১৩, বাভুমা ৫৪, ডুমিনি ০, ডি কক ০, ফিল্যান্ডার ২৪,হারমার ৯, স্টেইন ২, মরকেল ৩*; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩,মাহমুদউল্লাহ ১/৯, সাকিব ১/৪৫, তাইজুল ১/৫৭) ও ২১.১ ওভারে ২য় ইনিংসে ৬১/০ (এলগার ২৮*, ফন জিল ৩৩*)
বাংলাদেশ: ১১৬.১ ওভারে ১ম ইনিংসে ৩২৬ (তামিম ৫৭, ইমরুল ২৬, মুমিনুল ৬, মাহমুদউল্লাহ ৬৭, মুশফিকুর ২৮, সাকিব ৪৭, লিটন ৫০, শহীদ ২৫, তাইজুল ৯, মুস্তাফিজুর ৩, জুবায়ের ০*; স্টেইন ৩/৭৮, হারমার ৩/১০৫, ফিল্যান্ডার ২/৪০, এলগার ১/৬, ফন জিল ১/২৩)
Discussion about this post