রীতিমতো চমক দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হল পৃথ্বী সাউ’র। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার টেস্ট ক্যাপ পেয়েছেন তিনি। এরপর ব্যাট হাতে নেমেই ভারতীয় এই ১৮ বছর বয়সী ওপেনার হাঁকালেন শতরান। তিনি টেস্ট ইতিহাসে চতুর্থ সব কনিষ্ট সেঞ্চুরিয়ান।
রাজকোট টেস্টে অসাধারন ব্যাট করছেন কৈশোর পেরোনো এই ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ ওপেনার। এর আগে ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭ বছর ২৬৫ দিনে টেস্ট অভিষেক হয় বিজয় মেহরার। পৃথ্বীর পথচলা শুরু হল ১৮ বছর ৩২৯ দিনে।
তবে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছিল শচীন টেন্ডুলকারের। মাস্টার-ব্লাস্টার ব্যাটসম্যান ১৬ বছর ২০৫ দিনে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট নেমেছিলেন।
বৃহস্পতিবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ এরপর দেশটির ২৯৩ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় পৃথ্বী সাউ’র।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়র জেসন হোল্ডার চোট পাওয়ায় দলের বাইরে ছিটকে গেছেন। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রেগ ব্রাথওয়েট৷
তবে টেস্টের প্রথম দিন আলোচনাতে পৃথ্বি সাউ। এর আগে ২০১৩ সালে স্কুল ক্রিকেটে ৫৪৬ রানের ইনিংস খেলে নজরে এসেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৪। তারপর আর পিছু ফিরে তাকে হয়নি তাকে। এবার ক্যারিবিয় বোলারদের বিপক্ষে মাথা উঁচু করে অভিষেকেই তুললেন শতরান।
৫৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ভারতের পক্ষে টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সী হিসেবে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। এরপর তিন অংকে পৌঁছতে খেলেন ৯৯ বল। বুঝিয়ে দেন তিনি লম্বা রেসের ঘোড়া। অনেকে আবার তার ব্যাটিংয়ে খুঁজে পেয়েছেন বীরেন্দ্র শেবাগকে।
১৫৪ বলে ১৯ চারে ১৩৪ রানে ফিরেন শ। ভারত প্রথম শেষে ১ম ইনিংসে তুলেছে ৪ উইকেট হারিয়ে ৩৬৪ রান।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৮৯ ওভারে ৩৬৪/৪ (পৃথ্বী ১৩৪, রাহুল ০, পুজারা ৮৬, কোহলি ৭২*, রাহানে ৪১, পান্ত ১৭*; গ্যাব্রিয়েল ১/৬৬, লুইস ১/৫৬, বিশু ১/১১৩, চেইস ১/৬৭)।
Discussion about this post