দৃষ্টিভঙ্গিতেই ফুটে উঠে সবার ব্যাক্তিত্ব। চেনা যায় একজন মানুষকে। তাইতো এনিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা। সমালোচকদের একহাত নিলেন ভারতীয় এই টেনিস তারকা। জানালেন, নিন্দুকেরা শুধু মেয়েদের সমালোচনা করে। এ কারনেই পিছিয়ে দেশটির নারীরা।
টক শোতে এই গ্ল্যামার গার্ল কিছুটা অভিমান নিয়ে বললেন, ‘অন্য দেশের তুলনায় ভারতীয় মহিলা ক্রীড়াবিদরাই সবচেয়ে বেশি সমালোচনা ও চাপের শিকার হন। নানা প্রশ্ন করে, নানা খুঁত ধরার চেষ্টা করা হয়। মেয়েরা কিছু একটা করার চেষ্টা করলেই তাদের পেছন থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। দেখুন নিজেই এর প্রমাণ ও ভুক্তভোগী তো বটেই। যদিও আমি দৃঢ় মানসিকতার একজন মানুষ। আমার পরিবারও সবসময় পাশে ছিল।
সানিয়া জানালেন পুরুষরা দৃষ্টিভঙ্গি বদলালেই এগিয়ে যাবে ভারত। এগিয়ে যাবে ভারতের নারী ক্রীড়াবিদরা। বললেন, ‘ভারতীয় মেয়েরা সেদিনই খেলাধুলা বা অন্যান্য ক্ষেত্রে বিশ্বমানের হবেন, যেদিন ভারতীয় পুরুষদের মানসিকতার পরিবর্তন হবে। আশা করছি ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাবে।’
Discussion about this post