জয়ের পথেই ছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট। মনে হচ্ছিল মহেন্দ্র সিং ধোনি বুঝি আরেকটা ট্রফি পেতে যাচ্ছেন। কিন্তু শেষ ওভারের নাটকে সব শেষ! শেষ ওভারে ৫ বলে ৭ রানের করতে দিলেন না মিচেল জনসন। ১ রানের রোমাঞ্চকর এক জয়ে আইপিএল শিরোপা ফিরে পেল মুম্বাই ইন্ডিয়ান্স।
এনিয়ে এটি মুম্বাইয়ের তৃতীয় শিরোপা। আইপিএলের সফলতম দল তারাই। দুটি করে শিরোপা জেতা চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।
রোববার রাতে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৯ রান তুলে মুম্বাই।
ক্রুনাল পান্ডিয়া ৩৮ বলে তিনটি চার আর দুটি ছক্কায় ৪৭ রান করেন। ১৪ বলে একটি চারে ১৩ রান তুলনে জনসন। পুনের উনাদকাত, অ্যাডাম জ্যাম্পা ও ড্যান ক্রিশ্চিয়ান তুলে নেন দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে ৬ উইকেটে ১২৮ রানে আটকে যায় পুনে। ৩৮ বলে ৪৪ রানের দারুণ ইনিংস খেলে পথ দেখান অজিঙ্কা রাহানে। তারপর ৫০ বলে দুটি করে ছক্কা-চারে ৫১ রান করে স্টিভেন স্মিথ দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। কিন্তু শেষ ওভারে সব শেষ। ১১ রান দরকার ছিল। জনসনের শেষ ৩ বলে দরকার ছিল ৭। সেখানে দাঁড়িয়েও হল না।
২৬ রানে ৩ উইকেট নেন জনসন। বুমরাহর শিকার ২ উইকেট, ২৬ রানে।
বছর চ্যাম্পিয়ন ব্যবধান রানার্স-আপ
২০০৮ রাজস্থান রয়েলস ৩ উইকেট চেন্নাই সুপার কিংস
২০০৯ ডেকান চাজার্স ৬ রান রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু
২০১০ চেন্নাই সুপার কিংস ২২ রান মুম্বাই ইন্ডিয়ানস
২০১১ চেন্নাই সুপার কিংস ৫৮ রান রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু
২০১২ কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেট চেন্ন্াই সুপার কিংস
২০১৩ মুম্বাই ইন্ডিয়ানস ২৩ রান চেন্নাই সুপার কিংস
২০১৪ কলকাতা নাইট রাইডার্স ৩ উইকেট কিংস ইলাভেন পাজ্ঞাব
২০১৫ মুম্বাই ইন্ডিয়ানস ৪১ রান চেন্ন্াই সুপার কিংস
২০১৬ সানরাইস হায়দ্রাবাদ ৮ রান রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু
২০১৭ মুম্বাই ইন্ডিয়ানস ১ রান রাইজিং পুনে সুপারজায়েন্ট
Discussion about this post