বাংলাদেশকে চলতি বছরের মে তে পাকিস্তান সফরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু তাতে সাড়া দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে পিসিবি চেয়ারম্যান ক্ষতিরপূরণের দাবি করেন। কিন্তু কোনো ক্ষতি পূরণ দেবে না বলে সাফ জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এ ব্যাপারে শুক্রবার জালাল ইউনুস বলেন, ‘পিসিবি চাইলে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে। তাতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। কিন্তু ক্ষতিপূরণ চাওয়ার কোনো সুযোগ নেই পিসিবির। গত মাসে পিএসএলের ফাইনালের আগে ওখানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বিসিবির নিজস্ব নিরাপত্তা পরিদর্শক কমিটিও পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিবেদন ‘ইতিবাচক’ কিছু দেখা যায়নি। পাকিস্তান সফর থেকে সরে আসার পিছনে সেটাও একটা বড় কারণ। তাছাড়া ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসিও এগুলোর উপর নজরদারি করছে।’
এর আগে ২০১২ সালে পাকিস্তান সফরে না যাওয়ার কারণে ২০১৫ সালে পিসিবিকে প্রায় তিন লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়েছিল বিসিবি। কিন্তু এবার আর সে পথে যাচ্ছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। যা এরইমধ্যে স্পষ্ট করে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান।
উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপর থেকে পাকিস্তানে নির্বাসিত আন্তর্জাতিক ক্রিকেট। যদিও দেশটির ক্রিকেট বোর্ড আগের মতো ম্যাচ আয়োজনে সব চেষ্টায় করে যাচ্ছে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আশার আলো কিছুতেই মিলছে না।
Discussion about this post