করোনা অতিমারির সময়ে যতোই সচেতন থাকা হোক, কিছুতেই ঝামেলা থেকে মুক্তি মিলছে না। জৈব সুরক্ষাবলয়েও করোনাভাইরাস হানা দিচ্ছে। যেমনটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজে। এ কারণে এই সিরিজ দুই দিন পিছিয়ে গেছে। তার প্রভাবেই এবার অস্ট্রেলিয়ান দলের বাংলাদেশ সফরও পিছিয়ে যেতে পারে।
ঘোষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচিও পাল্টে যাওয়ার ইঙ্গিত। এমনিতে আগামী ২৯ জুলাই ঢাকায় এসে তিন দিনের কোয়ারেন্টাইন করার কথা অজিদের। এরপর ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট পাঁচটি টি-টুয়েন্টি খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। এই সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এনিয়ে অবশ্য সরাসরি কিছু বলেন নি, ‘এখনো আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। যদি এমন কিছু হয়, তবে সমস্যা হবে না। অস্ট্রেলিয়া সিরিজের ব্যাপারে আমরা আশাবাদী। কারণ আমাদের খেলার পর অস্ট্রেলিয়ার কোনো সিরিজ নেই। আমাদেরও খেলা নেই। যদি দুই, তিন, চার দিন পিছিয়ে গেলেও তাহলে আমাদের সিরিজে কোনো সমস্যা হবে না।’
এইতো গত ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটির আগে ওয়েস্ট ইন্ডিজ দলের সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়ে। থমকে যায় খেলা। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সিরিজের শেষ ম্যাচটি শনিবার হওয়ার কথা থাকলেও এখন সেটি হবে ২৬ জুলাই।
Discussion about this post