পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম আসরে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের তিন তরুণ ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানার রঙিন অভিযান। তিনজনই ভিন্ন ভিন্ন দলে খেলার সুযোগ পেয়েছেন এবার-লিটন খেলছেন করাচি কিংসে, রিশাদ লাহোর কালান্দার্সে এবং নাহিদ রানা জায়গা করে নিয়েছেন পেশোয়ার জালমিতে।
পুরো মৌসুমের জন্য পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পূর্ণ মৌসুমের ছাড়পত্র পেয়েছেন লিটন ও রিশাদ। ইতিমধ্যে তারা পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। তবে নাহিদ রানা টেস্ট দলে থাকায় তাকে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। ২০ এপ্রিল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই পাকিস্তান যাবেন তিনি। ফলে পিএসএলে তার অভিষেক কিছুটা দেরিতে, ২৭ এপ্রিল কোয়েটার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামতে পারেন তিনি।
বাংলাদেশে পিএসএলের সব খেলা সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। এছাড়া টি স্পোর্টস অ্যাপ, সনি স্পোর্টস, এ স্পোর্টস, পিটিভি স্পোর্টস ও স্পোর্টজেডএক্স অ্যাপেও খেলা দেখা যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে।
ফিকশ্চার-
লিটন দাসের করাচি কিংসের সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু খেলা শুরু
১২ এপ্রিল মুলতান সুলতানস করাচি রাত ৯টা
১৫ এপ্রিল লাহোর কালান্দার্স করাচি রাত ৯টা
১৮ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স করাচি রাত ৯টা
২০ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড করাচি রাত ৯টা
২১ এপ্রিল পেশোয়ার জালমি করাচি রাত ৯টা
২৫ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স লাহোর রাত ৯টা
১ মে মুলতান সুলতানস মুলতান বিকেল ৪–৩০ মি.
৪ মে লাহোর কালান্দার্স লাহোর রাত ৯টা
৮ মে পেশোয়ার জালমি রাওয়ালপিন্ডি রাত ৯টা
১০ মে ইসলামাবাদ ইউনাইটেড রাওয়ালপিন্ডি রাত ৯টা
রিশাদ হোসনের লাহোর কালান্দার্সের সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু শুরু
১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড রাওয়ালপিন্ডি রাত ৯–৩০ মি.
১৩ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাওয়ালপিন্ডি রাত ৯টা
১৫ এপ্রিল করাচি কিংস করাচি রাত ৯টা
২২ এপ্রিল মুলতান সুলতানস মুলতান রাত ৯টা
২৪ এপ্রিল পেশোয়ার জালমি লাহোর রাত ৯টা
২৬ এপ্রিল মুলতান সুলতানস লাহোর রাত ৯টা
৩০ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড লাহোর রাত ৯টা
১ মে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স লাহোর রাত ৯টা
৪ মে করাচি কিংস লাহোর রাত ৯টা
৯ মে পেশোয়ার জালমি রাওয়ালপিন্ডি রাত ৯টা
নাহিদ রানার পেশোয়ার জালমির সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু খেলা শুরু
১২ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাওয়ালপিন্ডি বিকেল ৪-৩০ মি.
১৪ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড রাওয়ালপিন্ডি রাত ৯টা
১৯ এপ্রিল মুলতান সুলতানস রাওয়ালপিন্ডি রাত ৯টা
২১ এপ্রিল করাচি কিংস করাচি রাত ৯টা
২৪ এপ্রিল লাহোর কালান্দার্স লাহোর রাত ৯টা
২৭ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স লাহোর রাত ৯টা
২ মে ইসলামাবাদ ইউনাইটেড লাহোর রাত ৯টা
৫ মে মুলতান সুলতানস মুলতান রাত ৯টা
৮ মে করাচি কিংস রাওয়ালপিন্ডি রাত ৯টা
৯ মে লাহোর কালান্দার্স রাওয়ালপিন্ডি রাত ৯টা
বাংলাদেশি তারকাদের মুখোমুখি লড়াই
লিটন vs রিশাদ: ১৫ এপ্রিল (করাচি), ৪ মে (লাহোর)
লিটন vs নাহিদ: ৮ মে (রাওয়ালপিন্ডি)
রিশাদ vs নাহিদ: ৯ মে (রাওয়ালপিন্ডি)
Discussion about this post