রীতিমতো ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোন টুর্নামেন্টে প্রথম বারের মতো সেমিফাইনাল উঠল লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার ফাইনালে উঠার লড়াইয়ে নামবে মাশরাফি বিন মতুজার দল। তার আগে উচ্ছ্বাসে ভাসছে গোটা দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়ের পরই আনন্দের রেশ ছড়িয়ে পড়ে টাইগার শিবিরে। বৃষ্টির আইনে অজিদের ৪০ রানে হারায় ইংল্যান্ড।১৫ জুন এজবাস্টনে সেমিফাইনাল লড়াই। তার আগে বেশ সতর্ক টাইগার অধিনায়ক। প্রত্যাশার লাগামটা আগের মতোই টেনে ধরেছেন তিনি।
মাশরাফি জানিয়ে রাখলেন, ‘দেখুন, এখনই অামাদের চ্যাম্পিয়ন বানিয়ে ফেলবেন না। সেমিতে যে উঠবো এটাই তো নিশ্চিত ছিলাম না। বাংলাদেশে অহেতুক কোন চাপ তৈরী না হলেই ভাল। একটা ম্যাচ জিতছি, ভাল লাগছে। এবার শেষ চারের ম্যাচে চোখ রাখতে চাই।’
এদিকে জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশারও দলের এমন সাফল্যে খুশি। তার মতে, সেমিতে বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের মহড়া বলেও মনে করছেন তিনি।
গত কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আসছে বিশ্বকাপে ফেভারিট হয়েই নামবে বাংলাদেশ।
Discussion about this post